1. info@provatferri.com : admin :
  2. provatferri.bd@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা অপারেশন ডেভিল হান্ট: দ্বিতীয় দিনে গাজীপুরে গ্রেফতার অন্তত ১০০ ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট, বানরকে দায়ী করলেন মন্ত্রী জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলা থেকে খালাস পেলেন মাহমুদুর রহমান গাজীপুরে হামলার ঘটনায় গুরুতর আহত ৫ জন ঢামেকে ভর্তি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বিএসএমএমইউয়ে নতুন নামের ব্যানার, বাদ বঙ্গবন্ধু শেখ মুজিব ৬৫৩১ জন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ হাইকোর্টে বাতিল ধানমন্ডি ৩২ এসে এক নারী ও পুরুষের ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর…

জুলাই আন্দোলনে মাদরাসা ছাত্রদের অবদান অনেক : প্রেস সচিব

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই আন্দোলনে মাদরাসার ছাত্ররা অনেক অবদান রেখেছে। প্রচুর মাদরাসার শিক্ষার্থী আন্দোলনের মাঠে নেমেছিলেন। হাসিনার আমলে মাদরাসা ছাত্রদের ওপর ভয়াবহ রকমের অত্যাচার হয়েছে। তাদের সঙ্গে যেন আর কোন বৈষম্য না হয় আমরা সেই চেষ্টা করছি।

শনিবার (১৮ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই বিপ্লবের আকাঙ্খা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইবি সাংবাদিক সমিতি ও প্রশাসনের যৌথ উদ্যোগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বেলা ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।

প্রেস সচিব বলেন, যে প্রত্যাশাকে সামনে রেখে জুলাই বিপ্লব হয়েছিল, তা ব্যাহত হয়নি। জন-আকাঙ্খা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। আগের চেয়ে দেশের পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। অর্থনৈতিক দিকও রিকোভারি হয়েছে। এ ছাড়া জাস্টিস অ্যান্ড একাউন্টিবিলিটি নিশ্চিতে গুম, খুন, গণহত্যার বিচারের কাজ করা হচ্ছে। হাসিনা দেশ ছেড়ে চলে গেছে। উচিত ছিলো ধরে, বেঁধে তার বিচার নিশ্চিত করা। আমরা আশাবাদী, স্বৈচারারী হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। আর এজন্য যতরকম আন্তর্জাতিকভাবে প্রেশার তৈরি করা যায়, আমরা সেটা করছি।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ইবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ড. হোসাইন আল মামুন। কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি ড. রশিদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ আলোচক হিসেবে ছিলেন ইবি সাংবাদিক সমিতির সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর বিশেষ সংবাদদাতা ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে কর্মরত এস এম রাশিদুল ইসলাম।

অনুষ্ঠানাটি সঞ্চালনা করেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম। এসময় অন্যান্যদের মাঝে সংগঠনটির সাবেক সহ-সভাপতি ও ইবির ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিচার্স (আইআইইআর)-এর পরিচালক অধ্যাপক ইকবাল হোছাইন, সাবেক সভাপতি ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুজা উদ্দিন, সাবেক সভাপতি ও যুগান্তরের সিনিয়র সহ-সম্পাদক এমদাদুল হক, বণিক বার্তার সিনিয়র রিপোর্টার ও সাবেক সভাপতি ইমামুল হাছান আদনান, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান নবীন ও সাবেক সভাপতি ইমরান শুভ্র উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। জুলাইয়ের আন্দোলনকে সফল করার জন্য গণমাধ্যমের অনেক অবদান রয়েছে। সবখানে কিছু সুবিধাবাদী থাকে, তবে চব্বিশের আন্দোলনেও ত্যাগী সাংবাদিকরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছে। দেশের স্বার্থে সৎ সাংবাদিকতা জারি রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩