ভারতে পালানোর পথে বেনাপোল ইমিগ্রেশনে ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ভাই ছাত্রলীগ কর্মী সত্যজিত পান্ডকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) বিকালে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসানুল কাদের ভূইয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে পোর্টথানা পুলিশে সোপর্দ করা হবে। গ্রেফতারদের বিরুদ্ধে ৫ আগস্টের পরবর্তী মামলা রয়েছে।
সীমান্তের একাধিক সূত্রগুলো জানায়, বর্তমানে বৈধ পথে অপরাধীরা বেশি পালাচ্ছে ভারতে। ভারত এসব অপরাধীদের রাজনৈতিক আশ্রয় দেয়ায় তাদের কেউ অনিয়ম করে ভারতে গেলেও সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী ধরছে না। কলকাতা শহরের বিভিন্ন স্থানে বাসাভাড়া নিয়ে তারা বিচরণ করছেন। অনেক বাংলাদেশি পাসপোর্টধারী তাদের সেখানে চলাফেরা করতে দেখেছেন।
অভিযোগ আসছে এরা পালানোর ক্ষেত্রে বৈধ পথে রুট ব্যবহার করছে ভারতীয় ট্রাক, চেকপোস্ট শূন্য রেখায় রিট্রিট সিরোমনিতে সাধারণ মানুষের সঙ্গে মিশে প্রবেশ করারও ঝুঁকি রয়েছে।
এর আগে গত ১৫ ডিসেম্বর ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা ও ১৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।