1. info@provatferri.com : admin :
  2. provatferri.bd@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশ আসার আগেই পালালেন আত্মগোপনে থাকা ময়মনসিংহের সাবেক এমপি তুহিন ৪৮ ঘণ্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের অপসারণ দাবি মুহূর্তের মধ্যে ৪২ যাত্রীর করুণ পরিণতি, অল্পের জন্য বেঁচে যান ২৫ বাংলাদেশ সীমান্তে ভারতীয় গোয়েন্দা কুকুর অন্তঃসত্ত্বা, তদন্ত করবে বিএসএফ বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক আটক হামাস নেতা হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে মন্তব্য নেই ভারতের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি : পররাষ্ট্র উপদেষ্টা

মুহূর্তের মধ্যে ৪২ যাত্রীর করুণ পরিণতি, অল্পের জন্য বেঁচে যান ২৫

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

কাজাখস্তানের আকতাউ শহরে যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় পর্যন্ত ৪২ জন নিহত হয়েছেন। ১১ বছরের মেয়ে এবং ১৬ বছরের ছেলেসহ ২৫ যাত্রী প্রাথমিক ধাক্কা থেকে বেঁচে যান। স্থানীয় সময় বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে সংবাদ সংস্থা এএফপির বরাতে এনডিটিভির খবরে এমনটি বলা হয়েছে। বেঁচে যাওয়াদের মধ্যে ২২ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাজাখস্তানের জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ৪২ জন নিহত হয়েছে।

বিমানটি আজারবাইজান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ, যেখানে ৬২ যাত্রী ও ৫ ক্রু ছিলেন। এটি বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে যাচ্ছিল।

গন্তব্যে ঘন কুয়াশার কারণে উড়োজাহাজটিকে আকতাউ, যা প্রায় ১৮০০ কিলোমিটার দূরে, সেখানে পুনর্নির্দেশ করা হয়। তবে, আকতাউ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পৌঁছানোর সময় একটি অজানা সংকটের কারণে জরুরি অবতরণের অনুরোধ করা হয়। দুঃখজনকভাবে, উড়োজাহাজটি আর বিমানবন্দরে পৌঁছাতে পারেনি।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি পাখির ঝাঁকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, যা স্টিয়ারিং ত্রুটি এবং/অথবা একটি ইঞ্জিনের ক্ষতির কারণ হতে পারে। পাইলটরা গতি ও উচ্চতা পুনরুদ্ধারের চেষ্টা করেন, কিন্তু নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করেনি।

উড়োজাহাজটি বিমানবন্দর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ভেঙে পড়ে। ভয়াবহ ভিডিওতে দেখা গেছে, এটি দ্রুত উচ্চতা হারিয়ে মাটিতে আছড়ে পড়ে, আগুন ধরে যায় এবং টুকরা টুকরা হয়ে যায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওর মধ্যে একটি ভিডিওতে পাইলটের লড়াইয়ের দৃশ্য দেখা যায়।

বিএনও নিউজ লাইভ পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, মাঝেমধ্যে উড়োজাহাজটি সাময়িকভাবে নিয়ন্ত্রণ ফিরে পেয়েছিল এবং উচ্চতা বাড়িয়েছিল, কিন্তু এরপর ভয়ঙ্করভাবে দুর্ঘটনা ঘটে।

আড়াই মিনিটের ভিডিওর মধ্যে মাত্র ৩৬ সেকেন্ডে জেটটি তীব্র ডাইভে যায়, ডানদিকে ঝুঁকে মাটিতে আঘাত হানে। মুহূর্তের মধ্যে এতে আগুন ধরে যায় এবং টুকরা টুকরা হয়ে যায়।

দুর্ঘটনাস্থলের ছবি এক ভয়াবহ দৃশ্য তুলে ধরেছে। ফিউজলেজ ও টেইলের অংশ একটি দূরবর্তী ও ধুলোমাখা মাঠে ছড়িয়ে পড়ে, যেখানে একটি সরু মাটির রাস্তা জিগজ্যাগভাবে পড়ে থাকে।

কাজাখ সংবাদ সংস্থা ওআরডিএ শেয়ার করা একটি ভিডিওতে কিছু জীবিত ব্যক্তিকে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনতে দেখা গেছে। এক বৃদ্ধকে মাথায় রক্তমাখা অবস্থায় হোঁচট খেতে দেখা যায়, আরেকটি দৃশ্যে সাদা কোট পরা এক তরুণীকে ধ্বংসাবশেষের আশপাশে হতভম্বভাবে ঘুরতে দেখা যায়।

একই ভিডিওতে এক কিশোরকে, যার জ্যাকেট রক্ত ও মাটি মাখা, একজন জরুরি সেবা কর্মী সাহায্য করতে দেখা যায়। দূরে উড়োজাহাজের অন্য অর্ধেক অংশ তখনও জ্বলতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩