শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে দেন তিনি।
পোস্টে সারজিস আলম বলেন, ‘শেখ মুজিবুর রহমানের হত্যার বিচারের জন্য তার লাশ যদি কবর থেকে তোলা না লাগে, তাহলে ২৪-এর গণহত্যার বিচারের জন্য শহীদ হওয়া ভাইবোনদের লাশ কবর থেকে কেন তুলতে হবে?’
সারজিসের পোস্টের নিচে তার ফলোয়াররা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই সারজিস আলমের দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন।
প্রসঙ্গত, ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে দেশব্যাপী জুলাই বিপ্লবের শহীদদের মরদেহ কবর থেকে তোলা হচ্ছে।