দেশে এক সময় দুর্নীতি ও অবৈধ সম্পদ উপার্জনের প্রতিযোগিতা ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এমনও ব্যক্তি আছে যারা ১৫ হাজার টাকা দিয়ে ঢাকা শহরে ভাড়া থেকে পরবর্তীতে ৫০ লাখ টাকায় ঢাকা ক্লাবের সদস্য হয়েছিল।
সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনায় কথা বলতে গিয়ে আসিফ নজরুল এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, দুর্নীতি খারাপ জিনিস- এমন চিন্তা আমাদের সমাজ থেকে চলে গিয়েছিল। ফলে ১০০ টাকার বালিশ ৪-৫ হাজার টাকায় কেনা হতো।
হাদিসের কথা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, যার টাকা অবৈধ সম্পদ উপার্জন করে, তাদের কোনো দোয়া কবুল হয় না। তিনি বলেন, যখন চোর দুর্নীতিবাজদের নামাজ পড়তে দেখি তখন মনে প্রশ্ন জাগে যে, এরা কী বিশ্বাস নিয়ে নামাজ পড়ে। দুর্নীতিবাজদের মোনাজাত কবুল হয় না বলেও দাবি করে তিনি।