শনিবার ১৬ নভেম্বর বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৪ সালে মোট ৩৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। সারা বাংলাদেশে একযোগে ভোলাতেও সকাল ১০ টায় ভোলা সরকারি কলেজ সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ সময় সকল শিক্ষার্থীদের হল পরিদর্শন শেষে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ভোলা জেলা সভাপতি ও হল সুপার মাওলানা মোঃ আব্বাসউদ্দীন সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পুর্ব প্রস্তুতি আমারা গ্রহণ করেছি ।যাতে কোন রকম সমস্যা না হয়, আমাদের কোমল মতি শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে আনন্দে পরীক্ষা দিতে পারে।
এবং সেই আলোকে আজকে কোন রকম সমস্যা ছাড়াই সু-শৃঙ্খলা ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা আশাবাদী কোন রকম সমস্যা ছাড়াই সঠিক সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে পারব ইনশাআল্লাহ।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ভোলা জেলা সাধারণ সম্পাদক হল শিক্ষা সচিব আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন শিক্ষার্থীরা যাতে কোন প্রশ্ন বুঝতে অসুবিধা না হয়, সেই জন্য শিক্ষার্থীদের স্বার্থে অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বাছাই করে কক্ষ পরিদর্শক নিয়োজিত করেছি। সে অনুযায়ী আজকে সুন্দর ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে আমরা সকলের প্রচেষ্টায় এগিয়ে যাব।
এ সময় বিভিন্ন ভাবে দায়িত্ব পালন করে সহযোগী করেন, শিক্ষা সচিব জনাব মোঃ ইসরাফিল আলম , অর্থ সম্পাদক ও শৃঙ্খলা বিভাগ জনাব মোঃ ইসমাঈল, তথ্য ও গবেষণা বিভাগ জনাব হাসান তারেক স্বপন হাওলাদার, মেহমান বিভাগ জনাব মোঃ হাবিবুল্লাহ , হল সজ্জা জনাব মোঃ কামরুল হাসান সোহাগ সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধানের সার্বিক সহযোগিতা এবং ভোলা সরকারি কলেজ এর অধ্যক্ষ মহোদয় কর্তৃক মনোনীত প্রতিনিধি জনাব মোঃ মিজানুর রহমান সার্বিক ভাবে সহযোগিতা করেন।
ভোলা জেলার অংশ গ্রহণকারী ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান হলো হোসাইনিয়া প্রিপারেটরী মাদ্রাসা, ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদ্রাসা, ফেইত স্কুল বাংলাবাজার দৌলতখান, ব্রাইটন্যাশন স্কুল ভোলা,
ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল, হলি চাইল্ড একাডেমি ভোলা, অধ্যয়ন প্রি ক্যাডেট স্কুল ভোলা, এইচ আর আদর্শ কিন্ডারগার্টেন, চাইল্ড হ্যাভেন রেসিডেন্সিয়াল ক্যাডেট স্কুল ভোলা, ভোলা ল্যাবরেটারী স্কুল, লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন ভোলা, ক্রিয়েটিভ স্কুল ভোলা, ক্রিয়েশন একাডেমি ভোলা।