চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। অবরোধের কারণে সকাল থেকে এই মোড়ে যান চলাচলে বিঘ্ন ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কয়েকশ আউটসোর্সিং কর্মী সকাল ১০টার দিকে শাহবাগে জড়ো হন এবং তারা আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এতে ভোগান্তিতে পড়তে হয় অধিকাংশ যাত্রীদের।
এ বিষয়ে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুবায়ের জুয়েল রানা বলেন, শতাধিক আউটসোর্সিং কর্মী শাহবাগ মোড়ে প্রায় এক ঘণ্টা অবস্থান নেন।
চাকরি জাতীয়করণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।