1. [email protected] : admin :
  2. [email protected] : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গণঅভ্যুত্থানে আহতদের আমৃত্যু চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে’ বরিশাল থেকে ধরে আনা কর্মকর্তাকে ঢাকার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান গ্রেপ্তার আগে সংস্কার, পরে নির্বাচন: ড. ইউনূস আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেয়া অবৈধ ছিল : হাইকোর্টের রায় শেয়ারবাজারে কারসাজিতে সাকিবের আয় ৯০ লাখ, জরিমানা হয়েছে ৫০ লাখ বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে রিট বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে ভারত: মির্জা ফখরুল নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই নেমেছিল: সারজিস বাংলাদেশিদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে আল-আজহার

চট্টগ্রামে গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

চট্টগ্রামের জামাল খান এলাকায় শুক্রবার রাত গভীর রাতে ঝটিকা মিছিল করেছেন ছাত্রলীগের কর্মীরা। দলটির ৪০ থেকে ৫০ জন নেতাকর্মীকে মিছিলে অংশ নিয়ে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দিতে দেখা যায়।

মিছিলটি নগরীর সরকারি হাজি মুহাম্মাদ মহসিন কলেজ গেইট এলাকা থেকে শুরু হয়ে জামাল খান মোড় এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলের ৩০ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মিছিলের বিষয়টি স্বীকার করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের বলেন, রাত সাড়ে ১২ টার দিকে অন্তর নামে ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে মহসিন কলেজ গেট থেকে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলে ৩ থেকে ৪ টি মোটর সাইকেল ও ১০ থেকে ১২ জন কর্মী ছিল বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, জামাল খান মোড় পর্যন্ত এসেই ৪ থেকে ৫ মিনিটের মধ্যে তারা পালিয়ে যায়

ফজলুল কাদের বলেন, “খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান শুরু করে। মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগ কর্মীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে, চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। তবে গভীর রাতে মিছিল করা নিয়ে সমালোচনা হচ্ছে বেশি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩