সুন্দর ও সুষ্ঠু পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষে হিন্দুদের পূজামণ্ডপ পাহারা দেয়ার জন্য বিএনপি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ মোঃ আজিজুল হক।
শুক্রবার রাতে বিএনপির এই নেতা দলীয় নেতা-কর্মীদের নিয়ে গৌরীপুর পৌর শহরের গোবিন্দ জিউড় মন্দিরে ক্ষতিগ্রস্ত দুর্গাপূজার প্রতিমা পরিদর্শন করে হিন্দু ধর্মালম্বীদের সাথে মতবিনিময়কালে এই আহ্বান জানান।
হাফেজ মোঃ আজিজুল হক বলেন, ‘গৌরীপুর একটি অসাম্প্রদায়িক শহর। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করেন। এখানে কখনোই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেনি। প্রতিমা ভাঙচুরের বিষয়টি অনাকাঙ্খিত ও দুঃখজনক। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হোক’।
ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজীন চৌধুরী লিলি বলেন, ‘হিন্দু ধর্মালম্বীদের সব চেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে তারা আতঙ্কে থাকবে, উদ্বিগ্ন থাকবে এটা হতে পারে না। প্রয়োজন হলে মণ্ডপে মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি নেতা-কর্মীরাও পাহাড়া দিবে। পাশাপাশি কেউ যদি দুর্গোৎসবকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাদেরকে কঠোর ভাবে দমনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান বিএনপির এই নেত্রী,।
মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এসএম দুলাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক শ্যামল কর, গোবিন্দ জিউড় মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন এষ, গৌরীপুর মধ্যবাজার পূজামণ্ডপ কমিটির সভাপতি রঞ্জিত সাহা।
প্রসঙ্গত, গৌরীপুর মধ্যবাজার পূজামণ্ডপ কমিটির উদ্যোগে পৌর শহরের মধ্যবাজার এলাকায় অস্থায়ী মণ্ডপ করে প্রতিবছর শারদীয় দুর্গোৎসব আয়োজন করা হয়। ওই মণ্ডপের প্রতিমা তৈরি করা হয় পৌর শহরের গোবিন্দ জিউড় মন্দিরে। গত বৃহস্পতিবার ভোর রাতে ওই মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় গৌরীপুর থানায় মামলা হয়েছে। পুলিশ ইয়াসিন মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে।