ভোলার বোরহানউদ্দিনে “জীবাশ্ম জ্বালানী মুক্ত, ভবিষ্যতের জন্য লড়াই” স্লোগান নিয়ে জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন ২০২৪ পালিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের তেতুলিয়া নদীর বেড়িবাধেঁ সুইডেন সরকারের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ক্রিয়া প্রকল্পের বাস্তবায়নে দিবসটি পালিত হয় ৷
ক্লাইমেট স্ট্রাইকে গ্রীণ হাউস গ্যাস নিঃসরন কমানো, জ্বালানী নীতিতে নারীদের অবস্থান সুদৃঢ় করা, ন্যায্যতার ভিত্তিতে জলবায়ু তহবিল বৃদ্ধি ও ভুক্তভোগী দেশগুলোর অভিগম্যতা সহজীকরণের দাবীতে বিভিন্ন বয়সের নারী-পুরুষ, কিশোর কিশোরী ও স্থানীয়রা রং বেরংয়ের পোস্টার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল আক্তার, প্রজেক্ট অফিসার ইরিন ঈশরাত, প্রজেক্ট ফ্যাসিলেটেটর মোঃ ইকবাল আহমেদ ওভি ও সামিয়া মৌ প্রমুখ উপস্থিত ছিলেন ৷