নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম খানকে আটক করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে ভারতে যাওয়ার উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পার হওয়ার সময় কর্তব্যরত পুলিশ সদস্য তাকে আটক করে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণার পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ।
জানা গেছে, নজরুল ইসলাম খান দীর্ঘদিন ধরে হৃদ্রোগে আক্রান্ত। ইতিপূর্বে তার বাইপাস অস্ত্রোপচার হয়েছে। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আত্মগোপনে ছিলেন। বুধবার সকালে তিনি চিকিৎসার উদ্দেশে বিমানে করে ভারতে যেতে চেয়েছিলেন। ইমিগ্রেশন পয়েন্ট পার হওয়ার আগেই কর্তব্যরত পুলিশ তাকে আটক করে।
নেত্রকোণা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ গণমাধ্যমকে জানান, বুধবার সকালে কলকাতা যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী তাকে আটক করে। আটক মেয়র নেত্রকোণায় আনা হচ্ছে। তার বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা রয়েছে।
আটক নজরুল ইসলাম খান আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে তিনবার মেয়র নির্বাচিত হন। তিনি পৈতৃক সূত্রে শহরের চকপাড়া এলাকার বাসিন্দা ও উকিলপাড়া এলাকায় নিজস্ব বাসায় বসবাস করতেন।
নজরুল ইসলাম খানের ছেলে জামিউল ইসলাম খান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তাঁর ভাই মাসুদ খান জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক।