1. [email protected] : admin :
  2. [email protected] : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গণঅভ্যুত্থানে আহতদের আমৃত্যু চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে’ বরিশাল থেকে ধরে আনা কর্মকর্তাকে ঢাকার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান গ্রেপ্তার আগে সংস্কার, পরে নির্বাচন: ড. ইউনূস আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেয়া অবৈধ ছিল : হাইকোর্টের রায় শেয়ারবাজারে কারসাজিতে সাকিবের আয় ৯০ লাখ, জরিমানা হয়েছে ৫০ লাখ বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে রিট বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে ভারত: মির্জা ফখরুল নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই নেমেছিল: সারজিস বাংলাদেশিদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে আল-আজহার

গৌরীপুরে বিদ্যালয় থেকে বেঞ্চ-টেবিল চুরি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে রহস্যজনক ভাবে ১০ জোড়া বেঞ্চ ও ৩টি টেবিল চুরির ঘটনা ঘটেছে।

চুরির ঘটনায় গত ২১ আগস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় অভিযোগ দায়ের করেন। কিন্ত ঘটনার ২০ দিন পার হলেও ৯ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত বেঞ্চ- টেবিল উদ্ধার কিংবা চুরির ঘটনায় জড়িদের ধরতে পারে নি পুলিশ।

এর আগে ২০ আগস্ট রাতের যেকোন সময় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে বেঞ্চ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গৌরীপুর পৌর শহরের ঘোষপাড়া বিদ্যালয়ের পুরাতন ভবনের একটি শ্রেণিকক্ষে পুরানো ১০ জোড়া বেঞ্চ ও ৩ টেবিল রাখা ছিল। গত ২০ আগস্ট বিদ্যালয়ের পাঠদান শেষে শ্রেণিকক্ষ তালাবদ্ধ করে শিক্ষকরা বাড়ি চলে যান। পরের দিন শিক্ষকরা ২১ আগস্ট বিদ্যালয়ে এসে তালাবদ্ধ শ্রেণিকক্ষ খোলে দেখেন বেঞ্চ- টেবিলগুলো নেই। পরে ওইদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালাম গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করেন।

প্রধান শিক্ষক উম্মে সালমা বলেন, শিক্ষার্থীদের পাঠাদানের জন্য স্কুলে নতুন বেঞ্চ- টেবিল আসায় পুরানো ১০ জোড়া বেঞ্চ ও ৩ টি টেবিল তালাবদ্ধ করে একটি শ্রেণিকক্ষে রাখা হয়। ধারণ করছি অপরাধীরা কৌশলে তালা খোলে বেঞ্চ- টেবিল নিয়ে আবার শ্রেণিকক্ষটি তালাবদ্ধ করে রেখে গেছে। ওইদিন বিদ্যালয়ের আর অন্যকিছু আর চুরি হয়নি। তাই বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ এসেছিল। কিন্ত এখন পর্যন্ত বেঞ্চ- টেবিল উদ্ধার করতে পারে নি পুলিশ।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম বলেস, বেঞ্চ-টেবিল চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিয়েছেন থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত করার পাশাপাশি চুরি যাওয়া বেঞ্চ- টেবিল উদ্ধার ও জড়িতদের ধরতে চেষ্টা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩