1. info@provatferri.com : admin :
  2. provatferri.bd@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি : পররাষ্ট্র উপদেষ্টা চাঁদপুরে জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন গৌরীপুরে শিক্ষার্থীর ওপর হামলা, ছাত্রলীগ নেতা গ্রেফতার না ফেরার দেশে আন্দোলনে গুলিবিদ্ধ আরাফাত, বিকেলে জানাজা হাসান আরিফ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত অর্থ আত্মসাৎ: যুক্তরাজ্যে শেখ রেহানার কন্যা টিউলিপকে জিজ্ঞাসাবাদ যশোরে আ. লীগের ১৬৭ নেতা–কর্মীর আত্মসমর্পণ, আদালত চত্বরে স্লোগান শহীদ আবু সাঈদকে নিয়ে সমালোচনা, ক্ষমা চাইলেন সেই মুক্তিযোদ্ধা

বাফুফে ছাড়তে সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশে বইছে পরিবর্তনের হাওয়া। পরিবর্তন শুরু হয়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। এরইমধ্যে বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। তবে এখনও নিজের চেয়ার আঁকড়ে ধরে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। এবার তাই তাকে পদত্যাগ করার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সাবেক ফুটবলার ও সংগঠকরা।

শনিবার কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে মতিঝিলের বাফুফে ভবনের সামনে মানববন্ধন করেন সাবেক ফুটবলার ও সংগঠকরা। সেখানেই এসব ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে পদত্যাগ না করলে সালাউদ্দিনকে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলেও হুমকি দিয়েছেন তারা।

সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে মনববন্ধনে অংশ নেওয়াদের মধ্যে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ অ্যথলেটিকস ফেডারেশনের সাবেক সভাপতি আবদুস সালাম, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও তারকা গোলরক্ষক আমিনুল হক, সাবেক তারকা গোলরক্ষক ছাইদ হাছান কানন, রুম্মন ওয়ালি বিন সাব্বিরসহ বেশ কয়েকজন সাবেক ফুটবলার ও ফুটবলপ্রেমিরা।

এ সময় বিএনপি নেতা আবদুস সালাম ঘোষণা দেন, নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে সালাউদ্দিনকে যেখানে পাওয়া যাবে সেখানেই লাঞ্ছিত করা হবে।

পরে মানববন্ধনকারীরা বাফুফে ভবনে ঢুকে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে দেখা করেন। সেখানে তাদের দাবি ও আল্টিমেটামের কথা জানান। এ সময় সালাউদ্দিন বাফুফে ভবনে ছিলেন না।

মানববন্ধনে সাবেক তারকা ফুটবলার ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক বাফুফের নির্বাচন পেছানোর আহ্বান জানান।

ফুটবল ফেডারেশনের সংস্কারের স্বার্থে ফিফার সাথে আলোচনা করে ২৬ অক্টোবরের নির্বাচন কিছুদিন পিছিয়ে দেওয়া যায় কিনা, তার উদ্যোগ নিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রতি আহ্বান জানান তিনি।

এর আগেও, বিভিন্ন সময় কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে বাফুফে ভবনের সামনে মানববন্ধন হয়েছে। তবে সেই দাবি কানে তুলেননি সালাউদ্দিন। বরং আসন্ন নির্বাচনেও অংশ নেওয়ার কথা জানিয়েছেন সাবেক এই ফুটবলার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩