রাজধানীর উত্তরা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)- এর সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ।
হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। এর আগে ১৪ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকেও গ্রেপ্তার হয়।
গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মাধ্যমে তার সাড়ে ১৫ বছরের শাসনামলের অবসান হয়। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন।