শেরপুর ইউনাইটেড প্রাইভেট হাসপাতালে এক নারীর ভুল অস্ত্রোপচারের অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কালীরবাজারে এই ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ, ডিম্বাশয়ের সিস্ট অপারেশন করতে গিয়ে জানা যায়, রোগীর ডিম্বাশয়ে কোন সিস্ট/টিউমার নেই, তবে খাদ্যনালীতে সমস্যা আছে জানিয়ে অপারেশন বন্ধ করে, রিপোর্ট ভুল আছে জানিয়ে রোগীকে উন্নত চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে নিয়ে যেতে বলেন চিকিৎসক।
পরে রোগীর স্বজনদের জোর করে ক্লিনিক থেকে অন্য হাসপাতালে পাঠানোর চেষ্টা করে কর্তৃপক্ষ।
রোগীর স্বজনদের দাবী, সব রিপোর্ট দেখার পর ক্লিনিক ম্যানেজার দিদার আহমেদ পুরো চিকিৎসা সম্পন্ন করে দেয়ার শর্তে ইউনাইটেড হাসপাতালে রোগী ভর্তি করেন। জেলা হাসপাতালের সার্জারী বিভাগের কনসাল্টেন্ট ডা. মিজানুর রহমান অপারেশন শুরুর পর খাদ্য নালীতে সমস্যা আছে জানিয়ে দ্রুত ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যেতে বললে রোগীর স্বজনরা ভুল রিপোর্ট ও ভুল অপারেশনের অভিযোগ করেন। এসময় রোগীর স্বজনদের হাত থেকে ফোন কেড়ে নিয়ে তাদের উপর চড়াও হয়, খারাপ ব্যবহার ও অকথ্য ভাষায় কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, আলট্রাসনোগ্রামের রিপোর্ট অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এর আগেও এই হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অবহেলায় রোগী মৃত্যু সহ একাধিকবার ভুল চিকিৎসার অভিযোগ রয়েছে। সেসব ঘটনায় মোটা অংকের অর্থের বিনিময়ে সেসব ধামাচাপা দিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ।
উল্লেখ এর আগেও অনেক অভিযোগ রয়েছে এই হসপিটালের বিরুদ্ধে গত ২৪ এপ্রিল ২০২৩ সালে শ্রীবরদী উপজেলা ভেলুয়া গ্রামের হান্নান(৪০) নামে এক ব্যাক্তিগত ভূল অপারশনের কারনে মৃত্যুর শঙ্কা তৈরি হয়েছিল পরে অর্থের বিনিময়ে সেটা ধামাচাপা দেওয়া হয়।
ইউনাইটেড হসপিটালের গতকালের বিষয়ে সিভিল সার্জন ডা: মুহাম্মদ জসীম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা এই বিষয়ে এখন পযন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করবো।