1. [email protected] : admin :
  2. [email protected] : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গণঅভ্যুত্থানে আহতদের আমৃত্যু চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে’ বরিশাল থেকে ধরে আনা কর্মকর্তাকে ঢাকার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান গ্রেপ্তার আগে সংস্কার, পরে নির্বাচন: ড. ইউনূস আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেয়া অবৈধ ছিল : হাইকোর্টের রায় শেয়ারবাজারে কারসাজিতে সাকিবের আয় ৯০ লাখ, জরিমানা হয়েছে ৫০ লাখ বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে রিট বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে ভারত: মির্জা ফখরুল নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই নেমেছিল: সারজিস বাংলাদেশিদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে আল-আজহার

ব্রিজ ভেঙ্গে দূর্ভোগে তিন গ্রামের মানুষ

জে এম. মমিন, বোরহানউদ্দিন
  • আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

ভোলার বোরহানউদ্দিনে ব্রিজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন তিন গ্রামের মানুষের। এতে চরম দূর্ভোগে পড়েছে কয়েক হাজার পরিবার।
সোমবার (১ জুলাই) দুপুরে প্রবল বৃষ্টি ও জোয়ারের পানি শ্রোতে উপজেলার সাচড়া ইউনিয়নের তেতুলিয়া নদীর বেড়ীবাঁধের দরুন খালের উপর নির্মিত আয়রন স্ট্রাকচারের ব্রিজটি ভেঙ্গে পানিতে নিমজ্জিত হয়। এতে ভোগান্তিতে পড়েছে সাচড়া, গোবিন্দপুর ও দরুন গ্রামের বাসিন্দা ও স্কুল-কলেজগামী সাধারণ শিক্ষার্থীরা।

স্থানীয় বাসিন্দা রহুল আমিন, চাঁন মিয়া ও সোনা মিয়া খান সহ অনেকে জানান বলেন, প্রায় ১০ বছর পূর্বে ব্রিজটির দুই দিকের মাটি সরে যায়। কোনো সংস্কার না হওয়ায় ব্রিজের অনেক অংশ ভেঙ্গে যায়। সে থেকে বাঁশ ও গাছ দিয়ে ব্রিজের উপর উঠে জীবনের ঝুঁকি নিয়ে পথচারীরা পারাপার হতো। ব্রিজটি হঠাৎ ভেঙ্গে পড়ায় চরম দূর্ভোগে তারা। এখানে নতুন ব্রিজ নির্মানের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

মহসিন বলেন, গোবিন্দপুরের এই ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় এই গ্রামের ছোট ছোট স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াতে চরম দূর্ভোগ দেখা দিয়েছে। কেউ কেউ নৌকা দিয়ে পার হচ্ছে।
বৃদ্ধা জলেখা বিবি বলেন, আমাদের চলাচলে অনেক কষ্ট হয়। ব্রিজটি দ্রæত নির্মাণ করার অনুরোধ করছি।

সাচড়া ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কয়ছের আহমেদ পরী জানান, ২০০৬ সালে ব্রিজটি নির্মান হয়। এটি অনেকদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় তিন গ্রামের মানুষের দূর্ভোগ সৃষ্টি হয়েছে।
সাচড়া ইউপি চেয়ারম্যান মো: মহিবুল্লাহ মৃধা জানান, আমি ইতিমধ্যে ব্রিজটি পরিদর্শন করে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম খান জানান, এই আয়রন ব্রিজ গুলো প্রায় ২০ বছর পূর্বে মানুষ ও রিক্সা, মোটরসাইকেল চলাচলের জন্য কম বাজেটে করা হয়। এই ব্রিজ গুলো মেরামত ও নতুন করে করা হয়না। তবে নতুন করে বেশি বাজেটে ব্রিজ নির্মাণ করা হয়। তিনি আরো জানান, পরিদর্শন করে এই বিষয়ে স্থানীয় এমপি মহোদয়ের সাথে আলোচনা করে দ্রæত সময়ের মধ্যে কার্যকরি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩