ভোলার বোরহানউদ্দিনে ঈদুল আযহা উপলক্ষে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন মাহাবুবা-মতলেব তালুকদার ফাউন্ডেশন ৷
রবিবার সকালে উপজেলার ৩০টি পরিবারের মধ্যে মুরগী, চিনি গুড়া চাল, ডাল, আলু, তৈল ও মশলা বিতরণ করা হয় ৷ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোঃ ইমরান জাহিদ খান এ কর্মসূচীর উদ্বোধন করেন ৷
এসময় সংগঠনটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শাহাজাদা তালুকদার, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার রায়, সদস্য সোহাগ তালুকদার, সরোয়ার তালুকদার, জেএম.মমিন ও মোঃ ইমরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন ৷
ক্ষতিগ্রস্ত ও অসহায়দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ী বাড়ী গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেয় সংগঠনের সদস্যরা ৷ ঈদের আগের দিন এমন সহায়তা পেয়ে খুশি পরিবারগুলো ৷
মাহাবুবা মতলেব তালুকদার ফাউন্ডেশনের সভাপতি শাহাজাদা তালুকদার বলেন, মানুষের কল্যাণে ২০১৮ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ৷ তখন থেকে অসহায়দের সহযোগিতা করে আসছি আমরা ৷ এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ও বিভিন্ন এলাকার অসহায় দুঃস্থদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয় ৷ তিনি আরো বলেন, ভবিষ্যতেও আমাদের এমন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে ৷