ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বসতঘর লন্ডভন্ড হওয়া বোরহানউদ্দনি উপজেলার দরুন গ্রামরে অসহায় শহদিুল সহ ৩ জনকে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী র্কমর্কতা মোঃ রায়হান উজ্জামান ৷
সোমবার (৩ জুন) সকালে সরজমিনে পরিদর্শন করে শহিদুলের স্ত্রী আছমা বেগম, কুতুবা ২নং ওয়ার্ডের কয়ছর গাজী এবং পৌরসভার আব্দুর রহিমের হাতে বসত ঘর পুনঃনির্মাণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা প্রদান করেন ৷
এসময় ইউপি চেয়ারম্যান মোঃ মহবিুল্লাহ মৃধা, প্রকল্প বাস্তবায়ন, র্কমর্কতা সেহেল হোসেন, যুব উন্নয়ন র্কমর্কতা মিজানুর রহমান, সাংবাদিক এমএইচ শিপন, মনিরুজ্জামান, জেএম মমিন, সাইফুল ইসলাম আকাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ৷
ইউএনও বলেন, সরজমিনে পরিদর্শন করে তাদের দুরাবস্থা দেখে উপজলো প্রশাসন থেকে নগদ ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা প্রদান করেছি ৷
তিনি আরো বলেন, উপজেলার ক্ষতিগ্রস্থ আরো অনেক পরিবারকে সরকারি তহবিল থেকে সহযোগীতা করেছি ৷ ভভিষ্যতেও করবো ৷ খাস জমি প্রাপ্তি সাপেক্ষে ৩ জনকে ঘর নির্মাণ করে দেয়া হবে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় রিমালে অসহায় শহিদুল সহ ৩ জনের ঘরটি সর্ম্পূণ বিধ্বস্ত হলে এ নিয়ে পত্র পত্রিকা ও বিভিন্ন টিভি চ্যানেলে খবর প্রকাশিত হয় ৷ এবং তার নজরে আসলে তার পাশে দাঁড়ানোর আশ্বাস দেন ও আর্সথিক সহযোগীতা করেন ৷