ভোলার বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপির নির্দেশে রবিবার (০২ জুন) সকালে উপজেলার সাচড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৩৫ জন বসত ঘর ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ তুলে দেন সাচড়া ইউপি চেয়ারম্যান মোঃ মহিবুল্লাহ মৃধা ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান ৷ এছাড়া ইউপি সদস্য আঃ গনি, কয়ছর আহমেদ পরী, সাংবাদিক মনিরুজ্জামান, জেএম. মমিন, প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মোঃ মহিবুল্লাহ মৃধা জানান, ঘূর্ণিঝড় রেমালে সাচড়া ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ৷ ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে ৩ টন চাল এবং আজ ৩৫ জনসহ মোট ৫০ জনকে নগদ অর্থ প্রদান করা হয় ৷ ক্ষতিগ্রস্তদের মধ্যে যারা বাকি আছেন তাদেরকেও পর্যায়ক্রমে সহযোগীতা করা হবে ৷