1. [email protected] : admin :
  2. [email protected] : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘গণঅভ্যুত্থানে আহতদের আমৃত্যু চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে’ বরিশাল থেকে ধরে আনা কর্মকর্তাকে ঢাকার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান গ্রেপ্তার আগে সংস্কার, পরে নির্বাচন: ড. ইউনূস আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেয়া অবৈধ ছিল : হাইকোর্টের রায় শেয়ারবাজারে কারসাজিতে সাকিবের আয় ৯০ লাখ, জরিমানা হয়েছে ৫০ লাখ বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে রিট বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে ভারত: মির্জা ফখরুল নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই নেমেছিল: সারজিস বাংলাদেশিদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে আল-আজহার

ঘূর্ণিঝড়ে ঘর হারিয়ে নিঃস্ব বোরহানউদ্দিনের শহিদুল দম্পত্তি

জে এম. মমিন, বোরহানউদ্দিন
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

ঘূর্ণিঝড় রেমালে শেষ সম্বল মাথা গোঁজার ঠাঁই একমাত্র টিনের ঘরটি হারিয়ে এখন নিঃস্ব বোরহানউদ্দিনের শহিদুল দম্পত্তি। স্ত্রী আছমা, ১ ছেলে ও ২ মেয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। দীর্ঘ এক বছর ধরে কোমড়ের হাড় ক্ষয় রোগে অসুস্থ হয়ে ঠিক মতো হাঁটাচলা করতে পারছেন না। তার বাড়ী উপজেলার সাচড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দরুন গ্রামে। শহিদুল ওই গ্রামের কাদের গোলদারের ছেলে।

শহিদুল জানান, এক সময় নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। এক বছর আগে হঠাৎ তাঁর হাটু ও কোমড়ে ব্যাথা দেখাদেয়। ডাক্তার দেখালে হাড়ের ক্ষয় রোগ ধরা পড়ে। চিকিৎসা করাতে গিয়ে নিজের সব জমানো টাকা খরচ করে ফেলেন। টাকার অভাবে এখন চিকিৎসা বন্ধ। ধার দেনা করে আর এলাকাবাসীর সহযোগীতায় কোনো রকম চলছিল সংসার। মানুষের সহযোগিতায় কাঠ, বাঁশ দিয়ে তৈরি করি একটা টিনের ঘর। সেই ঘরটাও কেড়ে নেয় ঘূর্ণিঝড় রেমাল। অনাহারে অর্ধাহারে জীবন চলছে তাদের।

শহিদুলের স্ত্রী আছমা বেগম বলেন, পরিবারে উপার্যক্ষম কেউ নাই। টাকার অভাবে স্বামীর চিকিৎসা করাতে পারছি না মাথা গোঁজার ঠাইটুকুও এখন শেষ। নিজের ঘর না থাকায় প্রতিবেশির ঘরে আশ্রায় নিতে হয়েছে। অসুস্থ স্বামী আর ছোট ছোট বাচ্ছাদের নিয়ে থাকতে ঘরটি মেরামতের জন্য সহযোগীতা চান আছমা।

তেঁতুলিয়া সামাজিক উন্নয়ন সংগঠনের সভাপতি সিয়াম মৃধা ও জেএম মমিন জানান, শহিদুলের অবস্থা খুব করুণ। নুন আনতে পান্তা ফুরায়। প্রশাসনসহ সমাজের বৃত্তবানদের তার পরিবারকে সহযোগিতার জন্য এগিয়ে আসার অনুরোধ জানান।

সাচড়া ইউপি চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা জানান, সে দীর্ঘদিন ধরে অসুস্থ। ঘূর্ণিঝড় রেমালে তার ঘরটি সম্পূর্ণ পড়ে গিয়েছে। তাকে সার্বিক সহযোগীতা করা হবে।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান বলেন, তাঁকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে তাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩