ঘূর্ণিঝড় রেমালের কারণে ঘরের উপর গাছ পড়ে ঘর ভেঙ্গে যাওয়ায় কষ্টে দিনানিপাত করছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের জয়তুন বিবি (৫০) ও তার পরিবার।
জয়তুন বিবি জানান, তার স্বামী আবু তাহের, এক কন্যা ও ২ ছেলেকে নিয়ে টিনের ঘরে বসবাস করে আসছিলেন। ঘূর্ণিঝড় রেমালের ফলে সোমবার (২৭ মে) দুপুরে ঝড়ো বাতাসে ঘরের উপর দুটি বিশাল আকৃতির গাছ ভেঙ্গে পড়ে। এসময় তার স্বামী ও ছেলে মেয়েরা দৌড়ে ঘর থেকে বের হতে সক্ষম হলেও রক্ষা হয়নি বসত ঘরটি। ভেঙ্গে যায় শোয়ার স্থান ও দুটি বারান্দা।
তিনি আরো জানান, ঘর ভেঙ্গে যাওয়ায় স্বামী ও সন্তানদের নিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের ঘরে। ঘর ভিটা ছাড়া তাদের কোনো জায়গা জমি নেই। তার স্বামী ও কাজ করতে পারেন না। এক ছেলে অটোরিকশা চালায়। তা দিয়ে কোনো রকম চলে তাদের সংসার। ঘরটি মেরামত করার মতো কোনো সম্বল নেই অসহায় এই পরিবারটির। তাই বসত ঘরটি মেরামতে সাহায্য চেয়েছেন জয়নব বিবি।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য কয়ছর আহমেদ পরী জানান, অনেক আগে থেকেই তারা অসহায় অবস্থায় জীবন যাপন করছেন। ঘূর্ণিঝড়ের সময় গাছ পড়ে তাদের বসবাসের ঘরটির বেশিরভাগ অংশই ভেঙ্গে যায়। সরকারি সুযোগ সুবিধা আসলে দেয়ার চেষ্টা করবো।