ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোট দিলেন তৃতীয় লিঙ্গের ভোটার রাণী (২৪)।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ঈশ্বরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৬ হাজার ৫ জন। তারমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৯৯৭, মহিলা ভোটার ১ লাখ ৫৮ হাজার ৪ জন, এবং তৃতীয় লিঙ্গের রয়েছে ৪ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০২ টি এবং মোট ভোট কক্ষের সংখ্যা ৮০৩ টি।
তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটারের মধ্যে রাণী ছাড়া অন্য কারও ভোট দেওয়ার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। রাণীর বাড়ি উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের তেলোয়াড়ী গ্রামে। তার বাবা ওই গ্রামের সাইদুল ইসলাম। আজ (২৯ মে) বুধবার বেলা বারোটার দিকে ৩৫ নং ভোট কেন্দ্র খালবলা বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেন রাণী।
ভোট দেওয়া শেষে রাণী বলেন, ‘ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। জানিনা কে পাশ করে। সবকিছুর মালিক হলেন আল্লাহ। আমি চাই, যে গরীব-দুঃখী মানুষের পাশে থাকবে সেই পাশ করুক। তিনি আরও বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে নিজস্ব পরিচয়ে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
খালবলা বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্তব্যরত প্রিজাইডিং অফিসার আব্দুর রহমান বলেন,’খালবলা বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৮১০ জন।
সাতটি বুথে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল দিকে ভোটারদের উপস্থিতি কম ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভোটারদের উপস্থিতি।