তিনি একজন শারিরীক প্রতিবন্ধী। হাত-পা কাঁপছে। বয়সের ভারে নুইয়ে পড়ছেন। তবুও লাঠিতে ভর দিয়ে এসে ভোট দিলেন সত্তোর্ধ মোসা. জামেলা খাতুন। তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের গাবরকালিয়ান গ্রামে। তিনি ওই গ্রামের প্রয়াত উজমত আলীর স্ত্রী। ২৯ মে (বুধবার) বেলা ১ টার দিকে ৩৬ নং রায়ের বাজার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বৃদ্ধা জামেলা।
ভোট দিয়ে বাড়ি ফেরার সময় জামেলা খাতুন বলেন, ‘জীবনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কতবার ভোট দিছি, তা এখন আর মনে নাই। ভোট দিয়া ভালোই লাগতাছে। শরীরটা এখন বেশি ভালা না বাবা। সামনে আর ভোট দিতে পারমু কি না জানি না।
তিনি আরও বলেন, ‘ যেই পাশ করুক, আমার মতো প্রতিবন্ধী বৃদ্ধাদের পাশে যেন তারা দাঁড়ায়। এই একটাই দাবি আমার। সংসারে রয়েছে তার দুই ছেলে এক মেয়ে। তারাই তাদের দেখাশোনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোটেরদিন সকাল থেকে দুপুর১২ পর্যন্ত ওই কেন্দ্রে ভোটার উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি। রায়ের বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে একইসাথে দুটি কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই দুটি কেন্দ্রের মোট ভোট সংখ্যা ৫৪১৪ জন। এর বিপরীতে বেলা বারোটা পর্যন্ত মোট ভোট পড়েছে ৮৯৯ টি।
ওই দুই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মিজানুর রহমান ও মো. গোলাম মাওলা ভূঁইয়া জানান, ‘ভোটার উপস্থিতি তুলনামূলক কম। তবে অবাধ,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।