ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপের ১৯ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।
আজ সোমবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।
নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে অনেক জায়গা পানিতে তলিয়ে গেছে, অনেক জায়গায় বিদ্যুৎ নেই এবং যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত। এ কারণেই এসব জায়গায় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।’
যে ১৯টি উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে সেগুলো হলো—বাগেরহাট জেলার শরণখোলা, মোরেলগঞ্জ ও মংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালীর সদর, মির্জাগঞ্জ ও দুমকি; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার লালমোহন ও তজুমদ্দিন; ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া; বরগুনার বামনা এবং রাঙামাটির পাথরঘাটা ও বাঘাইছড়ি।
আগামী ২৯ মে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে, পরিবর্তিত পরিস্থিতিতে এই ১৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।