জামালপুরের বকশিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে ভোটকেন্দ্রে সাংবাদিকদের ভিডিও ধারণ ও ছবি তুলতে বাঁধা দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার নিলাখিয়া পাবলিক কলেজ ও নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হলে সংবাদ সংগ্রহ করতে যায় সাংবাদিকরা। বকশিগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের নিলাখিয়া পাবলিক কলেজ কেন্দ্রে সকালে ছবি ও ভিডিও ধারণ করতে গেলে খবরের কাগজ ও এনটিভির সাংবাদিক আসমাউল আসিফ ও মাই টিভির ক্যামেরাপার্সন রাজু মোল্লাকে বাধা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা।
তথ্য সংগ্রহে বাধাপ্রাপ্ত সাংবাদিক আসমাউল আসিফ বলেন, বকশিগঞ্জের নিলাখিয়া পাবলিক কলেজ ভোটকেন্দ্রের দোতলার বারান্দায় সাংবাদিকদের দেখে নির্বাহী ম্যাজিস্ট্রেট হঠাৎ উত্তেজিত হয়ে বলতে থাকেন সাংবাদিকরা কোন ছবি ফুটেজ তুলতে পারবে না। তিনি ভোট কেন্দ্রের বাইরে থেকে ছবি তুলতে ও ফুটেজ নিতে বলেন। তখন আমি বলি আমরা সাংবাদিকরা নিয়ম মেনেই ফুটেজ নিচ্ছি। আমরা ভোটদানের গোপন কক্ষে প্রবেশ ও ছবি তুলতে পারব না, এছাড়া সবকিছুরই ছবি ও ভিডিও ধারণ করতে পারব। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও উত্তেজিত হয়ে আমাদের কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন এবং আইন প্রয়োগ করার হুমকি দেন।
পরে ভোটকেন্দ্রের বাইরে এসে অন্যান্য সাংবাদিকদের বিষয়টি অবহিত করলে ১০ থেকে ১৫ জন সাংবাদিকরা ভোটকেন্দ্রের সামনে এসে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলার জন্য অপেক্ষা করতে থাকেন। প্রায় আধা ঘণ্টা পর নির্বাহী ম্যাজিস্ট্রেট দোতলা ভবন থেকে নিচে নেমে এলে ঘটনার কারণ জানতে চান উপস্থিত সাংবাদিকরা। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো উত্তর না দিয়ে তড়িঘড়ি করে পুলিশ বেষ্টনীর মধ্যে দিয়ে গাড়িতে করে ভোটকেন্দ্র ত্যাগ করেন।
এদিকে, বকশিগঞ্জ পৌর এলাকার নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রেও সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেয়ার ঘটনা ঘটে। দীপ্ত টিভির সাংবাদিক তানভীর আহমেদ হীরা এই কেন্দ্র থেকে লাইভে যুক্ত থাকার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাফরোজা আক্তার বলতে থাকেন লাইভ বন্ধ করতে হবে, এখান থেকে লাইভ করা যাবে না। তাছাড়া একই ভোটকেন্দ্রে ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন মাশফি আকন্দ ভিডিও ধারণ করতে গেলে তাকেও বাধা দেন ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ ব্যাপারে বক্তব্য জানার জন্য রিটার্নিং কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
মঙ্গলবার জামালপুরের বকশিগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন উপজেলায় ৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৬ টিম র্যাব, ৬ প্লাটুন বিজিবিসহ পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।