ময়মনসিংহে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। এ ধাপে জেলার তিন উপজেলা ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও গৌরীপুরে ৩১৬টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ । কিন্তু ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নগণ্য।
গৌরীপুর, সদর ও মুক্তাগাছা উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জনসহ সর্বমোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন উপজেলায় ভোটার রয়েছে ৯ লাখ ৬৫ হাজার ৪৭০ জন এরমধ্যে পুরুষ ৪ লাখ ৮৭ হাজার ১৮৯ জন এবং ৪ লাখ ৭৮ হাজার ২৭৮ নারী ভোটারসহ তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছেন।
মঙ্গলবার সকাল থেকে সদর ও মুক্তাগাছা উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারের কোনো লাইন নেই। এক-দুজন করে কয়েকজন এসে এ সময়ের মধ্যে ভোট দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আরিফুল হক মৃদুল বলেন, সকাল ৮ থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো সমস্যা নেই। ভোটের পরিবেশ ঠিক রাখতে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো ভোটার উপস্থিতি বাড়বে।