চলতি মাসে সারা দেশে আর তাপপ্রবাহের শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে সারা দেশেই আজ রোববার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে রাষ্ট্রীয় এই সংস্থাটি।
এ প্রসঙ্গে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহীনুল ইসলাম বলেন, আজ কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলাবৃষ্টিরও আশঙ্কা আছে। তবে, চট্টগ্রাম ও রাজশাহীতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। এছাড়া সিলেট-চট্টগ্রাম অঞ্চলের উত্তর-পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কতা জারি রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে দেশের বিভিন্ন এলাকায় কমেছে তাপপ্রবাহ। তবে, আকাশ থাকায় অব্যাহত রয়েছে ভ্যাপসা গরম। বৃষ্টি হলে এ গরমও কিছুটা কমে আসবে। এদিকে, গোপালগঞ্জ, রাজশাহী, খুলনা, ভোলাসহ ১০ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে। চলতি মাসে দেশের কোথাও আর তীব্র তাপপ্রবাহের আশঙ্কা নেই।