টানা তাপপ্রবাহের পর শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দেখা মিলেছে বৃষ্টির। এই বৃষ্টি ও বজ্রপাতে তিন জেলায় সাতজন নিহত এবং চারজন আহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে মা-ছেলেসহ মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়া, টাঙ্গাইলে বজ্রপাতে মারা গেছেন দুই ভাই।
শনিবার টানা তাপপ্রবাহের পর নরসিংদীর বিভিন্নস্থানে হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি। এসময় আলোকবালীর চরাঞ্চলে ধান কাটার সময় বজ্রপাতে মা- ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতেরা হলেন, আলোকবালী গ্রামের কামাল মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৩৫), তাঁর ছেলে ইমন মিয়া (১০)। একই সময় শহরতলীর হাজীপুরে বজ্রপাতে মোসলেহ উদ্দিন নামে আরো একজনের মৃত্যু হয়।
টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটার সময় বজ্রপাতে আফজাল হোসেন ও আমির হোসেন নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধান কাটার সময় গুড়িগুড়ি বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ সময় এ মৃত্যুর ঘটনা ঘটে।
এছাড়া গাজীপুরের শ্রীপুরে ধান শুকানোর সময় ব্জ্রপাতে ফাতেমা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গত কয়েকদিনের তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের পর বৃষ্টি হয়েছে হবিগঞ্জ, লক্ষ্মীপুর, চাঁদপুর ও নেত্রকোণায়। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে।