1. [email protected] : admin :
  2. [email protected] : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
২৮ বছর পর কলকাতা বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকায় নেই বাংলাদেশ তিন বিভাগ থেকে কি একজনও নেই, যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য: সারজিস আলম আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার: প্রধান উপদেষ্টা ভোলায় কোস্টগার্ডের সফল অভিযান ‘গণঅভ্যুত্থানে আহতদের আমৃত্যু চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে’ বরিশাল থেকে ধরে আনা কর্মকর্তাকে ঢাকার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান গ্রেপ্তার আগে সংস্কার, পরে নির্বাচন: ড. ইউনূস আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেয়া অবৈধ ছিল : হাইকোর্টের রায় শেয়ারবাজারে কারসাজিতে সাকিবের আয় ৯০ লাখ, জরিমানা হয়েছে ৫০ লাখ

টিউবওয়েল বসানোর সময় মিলল মাটির হাঁড়িভর্তি রৌপ্যমুদ্রা

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪

অনেকেই গুপ্তধনের নাম শুনেছেন গল্প কিংবা সিনেমায়। এবার আর গল্প নয় বাস্তবে মিলেছে গুপ্তধনের দেখা। টিউবওয়েল বসানোর সময় পাওয়া যায় মাটির হাড়িভর্তি রৌপ্যমুদ্রা। মাটি খুঁড়তে টিউবওয়েলের পাইপ বসানোর সময় এক থেকে দেড় ফুট মাটি খুঁড়তেই ছোট আকৃতির মাটির একটি হাঁড়ি বের হয়ে আসে। হাঁড়িতে থাকা শক্ত ধাতব বস্তুর অস্তিত্ব টের পান শ্রমিকেরা। কৌতূহলী হয়ে হাঁড়ি খুলতেই বেড়িয়ে আসে অনেকগুলো প্রাচীন রৌপ্যমুদ্রা। খবরটি মুহূর্তে ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। অনেকেই জড়ো হন সেই ‘গুপ্তধন’ দেখতে।

এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কাকনহাটি গ্রামে। ওই গ্রামের মো. সবুজ আলীর বাড়ির বসতঘরের সামনে টিউবওয়েল বসাতে গিয়ে মাটি খোঁড়ার সময় আজ (৮ মে) বুধবার বেলা বারোটার দিকে রৌপ্যমুদ্রা ভর্তি মাটির হাঁড়ির সন্ধান মেলে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি টিম। পরে তারা রৌপ্যমুদ্রাগুলো গণনা করে ৭৭ টি মুদ্রা জব্দ করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া মুদ্রার গায়ে খোদাই করে লেখা রয়েছে উর্দু ও আরবি ভাষা। প্রত্যেক মুদ্রার ওজন প্রায় ১১ গ্রাম।

টিউবওয়েল বসানোর কাজে নিয়োজিত শ্রমিক মো. মুজিবুর রহমান বলেন, ‘আজ সকাল দশটায় সবুজ মিয়ার বাড়ির বসতঘরের সামনে টিউবওয়েল বসাতে আসি। টিউবওয়েল বসানোর আনুষাঙ্গিক কাজ শেষে আনুমানিক বেলা ১২ টার দিকে মাটি খুঁড়ে পাইপ বসাতে শুরু করি। এক থেকে দেড় ফুট মাটি খুঁড়ার এক পর্যায়ে একটি ছোট মাটির হাঁড়ি দেখতে পাই। হাঁড়িটি ভেঙে আগের দিনের অনেকগুলো রৌপ্য মুদ্রা পাওয়া যায়। তখন বাড়ির মালিককে কিছু মুদ্রা দেই।আমি কয়েকটি মুদ্রা নিই।আরও কয়েকজন শিশু বাচ্চাও এই মুদ্রা নেয়। এক পর্যায়ে খবরটি ছড়িয়ে পড়লে এলাকার লোকজন এসে সেগুলো আমাদের কাছ থেকে নিয়ে যায়।

বাড়ির মালিক সবুজ মিয়া বলেন, ‘ আমি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি।আমার বাড়িতে টিউবওয়েল বসানোর শ্রমিকেরা ওই রৌপ্যমুদ্রা গুলো একটি মাটির হাঁড়িতে পায়।আমি বাড়িতে ছিলাম না,এসে দেখি বাড়িতে অনেক লোকজন ও পুলিশ আসে।

একই গ্রামের সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম তালুকদার বলেন, ‘খবর পেয়ে আমি সবগুলো মুদ্রা একসাথে করি। এইগুলো নিশ্চিত প্রাচীন রৌপ্য মুদ্রা। এতে কোন সন্দেহ নেই। পরে পুলিশ ও প্রশাসনের লোকজন আসলে আমি মুদ্রাগুলো তাদের হাতে বুঝিয়ে দিই।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রৌপ্যমুদ্রাগুলো জব্দ করে। ধারণা করা হচ্ছে এগুলো প্রাচীন রৌপ্যমুদ্রা। মোট ৭৭ টি রৌপ্যমুদ্রা ও ভাঙা মাটির হাঁড়ির কিছু অংশ জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩