1. info@provatferri.com : admin :
  2. provatferri.bd@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা অপারেশন ডেভিল হান্ট: দ্বিতীয় দিনে গাজীপুরে গ্রেফতার অন্তত ১০০ ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট, বানরকে দায়ী করলেন মন্ত্রী জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলা থেকে খালাস পেলেন মাহমুদুর রহমান গাজীপুরে হামলার ঘটনায় গুরুতর আহত ৫ জন ঢামেকে ভর্তি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বিএসএমএমইউয়ে নতুন নামের ব্যানার, বাদ বঙ্গবন্ধু শেখ মুজিব ৬৫৩১ জন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ হাইকোর্টে বাতিল ধানমন্ডি ৩২ এসে এক নারী ও পুরুষের ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর…

ময়মনসিংহে চাকরি মেলায় আবেদন করেই মিললো ৪১ জনের চাকরি

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কারিগরি শিক্ষার সুতিকাগার ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। প্রতি বছর হাজারের বেশী ডিপ্লোমা প্রকৌশলী বের হয় এখান থেকে। এটি ছাড়াও দেশের অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে পাস করা ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য মঙ্গলবার হয়ে গেলো দিনব্যাপী চাকরি মেলা।

এদিন এই মেলা থেকেই মিলেছে ৪১ জনের চাকরি। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ৩৮টি স্টলে সিভি জমা দেয়ার সুযোগ পান চাকরি প্রার্থীরা। পরবর্তীতে কর্মী ডেকে নেয়ার কথাও জানিয়েছে অনেক প্রতিষ্ঠান। খরচ ও ভোগান্তি ছাড়াই একসঙ্গে অনেক প্রতিষ্ঠানে আবেদন করতে পেরে সন্তুষ্ট প্রার্থীরা।

“স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্য এ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ- ২০২৪ উদযাপন উপলক্ষে ময়মনসিংহে চাকরি মেলা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে মঙ্গলবার ইনস্টিটিউট হোস্টেল মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

দিনব্যাপী চাকরি মেলায় অংশ নেয় ওয়ালটন, প্রাণ-আরএফএল গ্রুপ, স্ক্যান সিমেন্ট, হোলসিম সিমেন্ট, সালাম স্টিল, খান ব্রাদার্স লিমিটেড, ডিবিএল গ্রুট, এসকিউ ক্যাবলসহ ৩৮টি বেসরকারি প্রতিষ্ঠান। অভিজ্ঞ–অনভিজ্ঞ দুটি ক্যাটাগরিতে সিভি নেয় প্রতিষ্ঠানগুলো। তালিকা করে প্রয়োজন অনুসারে পরবর্তীতে আবেদনকারীদের ডাকা হবে বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

মেলায় অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৮টি স্টলে তিন হাজারের বেশী আবেদন জমা পড়ে। এরমধ্যে খান ব্রাদার্স লিমিটেড, রাইট ক্লিক, এইচএমটি ইঞ্জিনিয়ারিং, মাদারটেক অটোমেশন, লেক্সফো ইলেক্ট্রোনিক্স লিমিটেডসহ ১০টি প্রতিষ্ঠান ৪১জনকে তাৎক্ষণিক নিয়োগপত্র প্রদান করে। এছাড়া মেলায় ৫টি নিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে ময়মনসিংহ পলিটেকনিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেন, চতুর্থ শিল্পবিপ্লবে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। বিশ্বায়নের সাথে সাথে নিজেদের আরও যোগ্য করে ও কারিগরি শিক্ষায় আরো দক্ষ করে তুলতে হবে। তাই আমাদের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো দক্ষ ও অত্যাধুনিক হতে হবে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেসব সরঞ্জামের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দেওয়া হয়ে থাকে, সেসব সরঞ্জামসমূহ অত্যাধুনিক হতে হবে।

পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো. শওকত হোসেন এর সভাপতিত্বে ‌অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক সুলতানা রাজিয়া, খান ব্রাদার্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কবীর খান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নিজাম উদ্দিন আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩