জামালপুরে বেশকিছু হারানো মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে জামালপুর সদর থানায় উদ্ধারকৃত এসব মোবাইল সেট ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করা হয়।
জামালপুর সদর থানায় প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ১৫ জনের ১৭টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।কারো মোবাইল হারিয়ে গেলে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়ে মোবাইল সেট ব্যবহারে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন আরও বলেন, যাদের কাছ থেকে মোবাইল সেটগুলো উদ্ধার করা হয়েছে তারা না বুঝেই এসব মোবাইল সেট ক্রয় করে ব্যবহার করছিলো। তবে এসব মোবাইল সেট বিক্রির সাথে জড়িতদের আটক করা না হলেও তাদের ব্যাপারে অনুসন্ধান চলছে।
পরে আনিসুর রহমান নামে এক ব্যক্তির ৬ মাস আগে হারিয়ে যাওয়া ২টি ও ফয়সাল হাসান নামে এক ব্যক্তির দুই দিন আগে হারিয়ে যাওয়া ২টি মোবাইল সেটসহ উদ্ধারকৃত মোট ১৭টি মোবাইল সেট ভুক্তভোগীদের মাঝে হস্তান্তর করা হয়। এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।