ভোলার বোরহানউদ্দিনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা’র এমসিএইচ-সার্ভিসেস ইউনিট এর ব্যবস্থাপনায় বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার রায়হান-উজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. অচিন্ত্য কুমার ঘোষ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন, এমসিএইচ সার্ভিসেস সহকারী পরিচালক ও মাতৃ স্বাস্থ্যের ডেপুটি ম্যানেজার ডা. জিনাত সুলতানা। ইউনিট এর উপ-পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম প্রধান।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা ডা.মো মাছুম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টবগী ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার,কাচিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রব কাজী । কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।