সুস্থ সুন্দর দাম্পত্য সম্পর্ক গড়ার পেছনে স্বামী ও স্ত্রী দুজনেরই অবদান থাকে। ছোট-বড় সেসব অবদানের জন্য সঙ্গীর প্রশংসা জীবনকে আরও মধুর করে তোলে। রোজকার কর্মব্যস্ত জীবনে প্রতিদিন তো আর সঙ্গীর প্রশংসা করা সম্ভব হয়ে ওঠে না। তাই মাঝেমধ্যে একে অপরের প্রশংসা করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।
সঙ্গীর প্রশংসার জন্য কিন্তু নির্দিষ্ট দিনও বেছে নিতে পারেন। আর আজই হতে পারে সেই দিন। কারণ, প্রতি বছর এপ্রিলের তৃতীয় শনিবার স্বামীর প্রশংসা দিবস বা ‘হাজব্যান্ড অ্যাপ্রেসিয়েশন ডে’ উদযাপন করা হয় অনেক দেশে। স্বামীর নির্দিষ্ট কোনো কাজের প্রশংসা করতে চাইলে আজকের দিনটি বেছে নিতে পারেন।
অতীতে বিভিন্ন দেশ ও সংস্কৃতিতে স্বামীদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। নারীরা ঘরের কাজ সামলাতো আর পুরুষেরা প্রয়োজনীয় অর্থ উপার্জন করতে প্রতিদিন ঘরের বাইরে কাজে বের হতো। তবে বর্তমানে অনেক পরিবারে স্বামী-স্ত্রী দুজনেই সংসারের জন্য উপার্জন করছেন। বেশিরভাগ পরিবারেই এখন নারী ও পুরুষ কর্মক্ষম। তাই বলে একে অপরের অবদান স্বীকার করবেন না, এমন তো নয়। বরং একে অপরের অবদানের প্রশংসা করাই সুখী দাম্পত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
যেভাবে স্বামীর প্রশংসা করতে পারেন
স্বামীর প্রশংসা করতে পছন্দের কোনো উপহার দিতে পারেন। পছন্দের কোনো খাবার রান্না করে খাওয়াতে পারেন। স্বামীর সঙ্গে কোনো কারণে দূরত্ব তৈরি হয়ে থাকলে তা ঘোচাতে খোলাখুলি কথা বলতে পারেন। সংসারে তার উপস্থিতি কতটা প্রয়োজনীয় তা বলতে পারেন এ দিনটিতে। এ ছাড়া খুব সহজ একটি উপায় হলো, তাকে প্রশংসা করে কিছু লিখে উপহার দিন। দেখবেন এটুকুতেই আপনার সঙ্গী অনেক খুশি হয়ে যাবেন।
তথ্যসূত্র: ডেজ অব দ্য ইয়ার, ইউএসএ টুডে