1. [email protected] : admin :
  2. [email protected] : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভোলায় কোস্টগার্ডের সফল অভিযান ‘গণঅভ্যুত্থানে আহতদের আমৃত্যু চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে’ বরিশাল থেকে ধরে আনা কর্মকর্তাকে ঢাকার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান গ্রেপ্তার আগে সংস্কার, পরে নির্বাচন: ড. ইউনূস আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেয়া অবৈধ ছিল : হাইকোর্টের রায় শেয়ারবাজারে কারসাজিতে সাকিবের আয় ৯০ লাখ, জরিমানা হয়েছে ৫০ লাখ বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে রিট বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে ভারত: মির্জা ফখরুল নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই নেমেছিল: সারজিস

ঈশ্বরগঞ্জে বিদেশি অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাঁশঝাড়ে লুকিয়ে থাকা যুবককে আমেরিকান পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ছিনতাইকৃত ইজিবাইকসহ চক্রের সদস্য এক যুবককে গ্রেপ্তার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। গত (১২ মার্চ) বুধবার রাত ১ টার দিকে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের গাবরকালিয়ান গ্রামে বাঁশঝাড়ে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার চরখিদিরপুর গ্রামের ওয়াসিম আকরাম খান (৪০)। সে একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ‘মঙ্গলবার রাত ৯টার দিকে তিনজন নেত্রকোনার কেন্দুয়া থানাধীন মরিচপুর হতে তোফায়েল আহমেদ নামে এক চালকের ইজিবাইক ভাড়া নিয়ে ঈশ্বরগঞ্জের আঠারোবাড়ি এলাকায় আসেন। পরে ইজিবাইকটি তাদের নিয়ে আঠারোবাড়ি মেইনরোড হতে গাবরকালিয়ান গ্রামে যাওয়ার পথে প্রবেশ করে। একপর্যায়ে তিনযাত্রী ইজিবাইকটি ছিনতাই করতে উদ্যত হয়। এতে ইজিবাইক বাধা দিলে যাত্রীদের মধ্যে একজন তাকে পিস্তল ঠেকিয়ে প্রাণের মারার ভয় দেখিয়ে জোরপূর্বক ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায়। চালক দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী ইটভাটার সামনে গিয়ে চিৎকার করতে থাকলে আশপাশে থাকা শ্রমিক ও সাধারণ জনগণ এগিয়ে আসে এবং পুলিশকে জানায়। এ সময় টহলরত ঈশ্বরগঞ্জ থানার আঠারবাড়ি ফাঁড়ি পুলিশের এসআই জাহাঙ্গীর আলমের একটি টিম সেখানে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ওই এলাকা ঘেরাও করে। পরে বাঁশঝাড়ে লুকিয়ে থাকা অবস্থায় ওয়াসিম আকরাম খানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে পাঁচ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান বলেন,’ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওয়াসিম আকরাম খান নামে এক যুবকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তার নামে কেন্দুয়া ও ঈশ্বরগঞ্জ থানায় খুন, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দশটি মামলা রয়েছে। তার অপর সহযোগীরা পালিয়ে গেছে। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩