1. [email protected] : admin :
  2. [email protected] : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভোলায় কোস্টগার্ডের সফল অভিযান ‘গণঅভ্যুত্থানে আহতদের আমৃত্যু চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে’ বরিশাল থেকে ধরে আনা কর্মকর্তাকে ঢাকার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান গ্রেপ্তার আগে সংস্কার, পরে নির্বাচন: ড. ইউনূস আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেয়া অবৈধ ছিল : হাইকোর্টের রায় শেয়ারবাজারে কারসাজিতে সাকিবের আয় ৯০ লাখ, জরিমানা হয়েছে ৫০ লাখ বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে রিট বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে ভারত: মির্জা ফখরুল নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই নেমেছিল: সারজিস

রঙিন ফুলকপি চাষে সফল কৃষক শহীদুল্লাহ

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে পরীক্ষামূলক ভাবে প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষকরে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। ভালো ফলনের পাশাপাশি ভালো দামও পাওয়াযাচ্ছে বাজারে নতুন জাতের এই ফুলকপির।

জানা গেছে, বৃহত্তর ময়মনসিংহে ফসলের নিবিড়তা বাড়ানোর প্রকল্পের আওতায় ময়মনসিংহের গৌরীপুরে চলতি শীত মৌসুমে প্রথমবারের মত রঙিন ফুলকপি পরীক্ষামূলকভাবে চাষের উদ্যোগ নেওয়া হয়। প্রথম দিকে স্থানীয় কৃষকরা আগ্রহ দেখাননি। পরে আগ্রহ দেখান উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া গ্রামের কৃষক মোঃ শহীদুল্লাহ।

গত নভেম্বর মাসে কৃষি অফিস থেকে রঙিন ফুলকপির চারা, জৈব সার, কীটনাশক ও প্রয়োজনীয় পরামর্শ নিয়ে বাড়ির পাশে সাধারণ ফুলকপি চাষের পাশাপাশি বিশ শতক জমিতেরঙিন ফুলকপি ও পাঁচ শতক জমিতে রঙিন বাঁধাকপি চাষ করেন। ৪০ হাজার টাকা খরচ করে চারা রোপণের পর থেকে ৮০ দিনের মধ্যে জমি থেকে ফসল উত্তোলন করেন কৃষক শহীদুল্লাহ।

সাধারণ ফুলকপি প্রতি পিস ২০ টাকা থেকে ২৫ টাকা দরে বিক্রি হলেও রঙিন ফুলকপি ও রঙিন বাঁধাকপি প্রতি পিস বিক্রি করেন ৬০ থেকে ৭০ টাকায়। ইতিমধ্যে ২ লাখ টাকার কপি বিক্রি করেছেন।

ভালো ফলন ও সাধারণ ফুলকপির তুলনায় বেশি পুষ্টিগুণ ও বাজারে বেশি দাম পাওয়ায় উৎসাহী হয়ে আগামী মৌসুমে পুরো জমিতেই এই রঙিন ফুলকপি চাষ করার আশা করছেন এই আদর্শ কৃষক।

কৃষক মোঃ শহীদুল্লাহ বলেন,সাধারণ ফুলকপি ও রঙিন ফুলকপি চাষাবাদ একই পদ্ধতির ও খরচও সমান। কিন্তু সাধারণ ফুলকপির তুলনায় বাজারে রঙিন ফুলকপির চাহিদা ও দাম বেশি। আমি কমলা ও বেগুনি রঙের দুটি জাতের ফুলকপি চাষ করেছি। বাজারে নেওয়া মাত্রই বিক্রি হয়ে যাচ্ছে এসব রঙিন ফুলকপি।

এদিকে প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষে কৃষক শহীদুল্লাহর সাফল্য স্থানীয়কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তার এই রঙিন ফুলকপির সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড়করছেন কৃষকসহ উৎসুক মানুষ। তাদের কেউ ফুলকপি কিনছেন, কেউ চাষের বিষয়ে পরামর্শ নিচ্ছেন।

স্থানীয় চরশ্রীরামপুর গ্রামের কৃষক শহীদুল ইসলাম, কৃষক শহীদুল্লাহ ভাইয়ের রঙিন ফুলকপি চাষ দেখেছি। এর চাষ পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে আগামীতে এই ফুলকপি চাষ করার আশা করছি।

উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি বলেন, সাদা ফুলকপির চেয়ে রঙিন ফুলকপিতে পুষ্টি গুণ বেশি। এই অঞ্চলে এবারই রঙিন ফুলকপি প্রথম চাষাবাদ হয়েছে। তাই আমরা বীজ রোপণের পর থেকে উত্তোলন পর্যন্ত কৃষক শহীদুল্লাহর সাথে যোগাযোগ রেখে সার্বিক পরামর্শ দিয়ে গেছি। ভালো ফলন ও ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি ফুটেছে। এখন অন্যান্য কৃষকরাও যোগাযোগ করছে এই রঙিন ফুলকপি চাষবাদের জন্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩