টিকিট কালোবাজারির অভিযোগে ময়মনসিংহে এক রেলওয়ে কর্মচারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে ১২টি টিকিট।
সোমবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন ঢাকা রেলওয়ে বিভাগের পুলিশ সুপার আনোয়ার হোসেন।
আটক মো. রফিকুল ইসলাম (৩০) ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রফিকুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে। রোববার রাত ১১টার দিকে রেলওয়ে স্টেশনে অভিযান চালায় পুলিশ।
এ সময় ১২টি টিকিট, ৫১০০ টাকা, দুটি মোবাইল ফোন, সাধারণ যাত্রীদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর সম্বলিত তালিকাসহ রফিকুলকে আটক করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রফিকুল দায়িত্বপালনের সময় কাউন্টারে টিকিট কাটতে আসা সাধারণ যাত্রীদের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করে একটি তালিকা প্রস্তুত করে নিজের কাছে রেখে দিতেন।
এক পর্যায়ে সুযোগ বুঝে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে বিভিন্ন গন্তব্যের ভিন্ন ভিন্ন ট্রেনের টিকিট কাটতেন। পরে পূর্ব পরিচিত দালাল ও কালোবাজারিদের কাছে সেইসব টিকিট সরবরাহ করতেন রফিকুল।
টিকিট বিক্রির লভ্যাংশ বিকাশ ও নগদের মাধ্যমে তার কাছে যেতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল পুলিশের কাছে স্বীকার করেছেন।
রফিকুলের বিরুদ্ধে রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।