ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ এবং ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ,সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টায় ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এবং বেলা ১১ টায় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়।
ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ নবনির্বাচিত এমপি মাহমুদ হাসান সুমনকে ফুলেল শুভেচ্ছায় বরণ ও সংবর্ধনা প্রদান করেন।
ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিষ্ঠান দুটোতে বালক-বালিকাদের ১০০ মিটার, ১৫০ মিটার দৌড়, শারীরিক কসরতসহ বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক পর্বে ছিল কবিতা আবৃত্তি, চিত্রাংকন, তর্ক-বিতর্ক, লোকগীতি, লোকনৃত্য, একক অভিনয় অংশগ্রহণ করে।
অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ—৮ (ঈশ্বরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাব্বির আহমেদ আকুঞ্জি, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কমান্ডার, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান
মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসন পলি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন, বজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আবুল মুনসুর আহমেদ, সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমন, ইউনিয়ন চেয়ারম্যান সহ, কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।