গ্রীণহাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে বিভিন্ন সড়ক ও জনগুরুত্বপূর্ণ স্থানে ১১২ টি সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম প্রধান অতিথি থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রকল্পের উদ্বোধন করেন।
প্রকল্পের চুক্তিমূল্যের ব্যয় ১ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৫৬ টাকা ৯৭ পয়সা। পরিবেশ, বন ও জলাবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে প্রকল্পের নির্মাণ কাজ করবেন ঠিকাদারী প্রতিষ্ঠান পাওয়ার প্লাস সোলার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, সহকারি প্রকৌশলী মদন মোহন দাস, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সৈয়দ রাফসান জানি অভি, পাওয়ার প্লাসের জেনারেল ম্যানেজার কাজী মোজাহিদুর রহমান প্রমুখ।
পরে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা সাব রেজিস্টার জামে মসজিদের ইমাম জিনাত ইসলাম।