1. info@provatferri.com : admin :
  2. provatferri.bd@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

ময়মনসিংহে যুবলীগের কম্বল পেয়ে শীতার্তদের মুখে হাসি

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

ময়মনসিংহ নগরীর সাত শতাধিক দুস্থ ও অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে ময়মনসিংহ মহানগর যুবলীগ। শনিবার দুপুরে ময়মনসিংহ নগরীর টাউনহলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে এসব কম্বল তুলে দেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।

এ উপলক্ষে মহানগর যুবলীগের আহবায়ক শাহীনূর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ইকরামুল হক টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে এসে দাঁড়ান। তিনি অসহায় মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সকল সময়েই কাজ করেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই তারই কর্মী হিসেবে সেই পথ অনুসরণ করে আমরাও মানবিক কাজগুলো করে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি।

মহানগর যুবলীগের আহবায়ক শাহীনুর রহমান বলেন, শীতের দাপট বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন। ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটুর সহযোগীতায় শীতার্ত মানুষের মুখে হাসি ফুটানোর মাধ্যমে আমরা সেই চেষ্টা করে যাচ্ছি।

কম্বল নিতে আসা থানাঘাট এলাকার আইমুন নেছা বলেন, ‌‌‌কয়দিন ধইরা বিরাট শীত যাইতাছে। এই শীতে ম্যালা কষ্ট অইতাছিন। টেহার অভাবে গরম কাপুর-চুপুর কিনবার পাইছিনা। আজকা কম্বল পাইয়া উপকার অইলো।

কম্বল বিতরণ অনুষ্ঠানে মহানগর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩