জামালপুরের সরিষাবাড়ীতে গ্যাস সংকটের কারণে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। দৈনিক ১৭শ মেট্টিক টন ইউরিয়া উৎপাদনকারী দেশের সর্ববৃহৎ যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় আজ বিকেল ৩টা থেকে উৎপাদন বন্ধ করে দেয়া হয়।
যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহিদুল্লাহ খান জানান, নবনির্মিত ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানিতে গ্যাস সরবরাহ বাড়াতে যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। গ্যাস সংকট থাকায় একসাথে দুইটি কারখানায় গ্যাস সরাবরাহ করা সম্ভব না হওয়ায় এই কারখানাটি বন্ধ রাখা হয়েছে। বর্তমানে কারখানাটিতে উৎপাদন করতে গড়ে প্রতিদিন ৪০ থেকে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। তবে বর্তমানে যমুনা সার কারখানায় পর্যাপ্ত পরিমাণে সার মজুদ রয়েছে, চলতি মৌসুমে সার সংকটের কোনো আশঙ্কা নেই বলেও জানান কারখানার ব্যবস্থাপনা পরিচালক।
উত্তরবঙ্গের ১৬টি জেলাসহ জামালপুর, শেরপুর ও টাঙ্গাইল জেলায় যমুনা সার কারখানা থেকে সার সরবরাহ করা হয়।