1. [email protected] : admin :
  2. [email protected] : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গণঅভ্যুত্থানে আহতদের আমৃত্যু চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে’ বরিশাল থেকে ধরে আনা কর্মকর্তাকে ঢাকার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান গ্রেপ্তার আগে সংস্কার, পরে নির্বাচন: ড. ইউনূস আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেয়া অবৈধ ছিল : হাইকোর্টের রায় শেয়ারবাজারে কারসাজিতে সাকিবের আয় ৯০ লাখ, জরিমানা হয়েছে ৫০ লাখ বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে রিট বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে ভারত: মির্জা ফখরুল নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই নেমেছিল: সারজিস বাংলাদেশিদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে আল-আজহার

গৌরীপুরবাসীর সেবক হয়ে থাকতে চাই: পপি

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

প্রথমবার ভোটযুদ্ধে নেমেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ১ হাজার ৯২৫ ভোটে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি। ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানিয়েছেন, আজীবন গৌরীপুরবাসীর সেবক হয়েই থাকতে চান। এজন্য সবার দোয়াও কামনা করেছেন তিনি।

গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় পপি বলেন, জয়-পরাজয় থাকবেই। যদি প্রতিযোগীতা তীব্র না হয় তবে জয়ের আনন্দও তেমন পাওয়া যায় না। এ বিজয় গৌরীপুরবাসীর। আমার জন্য সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাকে ভালোবেসে বিশ্বাস করে তাদেরকে সেবা করার দ্বায়িত্ব আমার ওপর অর্পণ করেছেন। আমি যেন সেই দ্বায়িত্ব পরিপূর্ণভাবে পালন করে তাদের সেবক হয়ে উঠতে পারি এবং জননেত্রী শেখ হাসিনার যোগ্য খাদেম হয়ে উঠতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে স্থগিত হওয়া কেন্দ্রে পুনঃভোটে আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম পপি ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।

শনিবার বিকেলে ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম এ ফলাফল ঘোষণা করেন। এর আগে, স্থগিত হওয়া গৌরীপুরের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহন সকাল ৮ টা থেকে বিকেলে ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রে ৩ হাজার ৩২ জন ভোটারের মধ্যে প্রায় ৫৫ শতাংশ ভোট পড়ে। এরমধ্যে নৌকার প্রার্থী নিলুফার আনজুম ১ হাজার ২৯৫ ভোট পেয়ে বিজয়ী হন। আর সোমনাথ সাহা পান ৩৫৫ ভোট।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে কেন্দ্রটির ভোটগ্রহণ বাতিল করে ইসি। এ আসনে নৌকা এগিয়ে থাকলেও ওই কেন্দ্রের ফলাফল বাতিল হওয়ায় এবং প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মাঝে ভোটের পার্থক্য এক হাজারের কম থাকায় এ আসনের ফলাফল স্থগিত করে পুন: ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩