1. [email protected] : admin :
  2. [email protected] : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গণঅভ্যুত্থানে আহতদের আমৃত্যু চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে’ বরিশাল থেকে ধরে আনা কর্মকর্তাকে ঢাকার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান গ্রেপ্তার আগে সংস্কার, পরে নির্বাচন: ড. ইউনূস আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেয়া অবৈধ ছিল : হাইকোর্টের রায় শেয়ারবাজারে কারসাজিতে সাকিবের আয় ৯০ লাখ, জরিমানা হয়েছে ৫০ লাখ বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে রিট বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে ভারত: মির্জা ফখরুল নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই নেমেছিল: সারজিস বাংলাদেশিদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে আল-আজহার

জাতীয় পার্টির ৯০% প্রার্থীই জামানত হারিয়েছেন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীদের ৯০ শতাংশই জামানত হারিয়েছেন। বিএনপির বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে জাপা ছিল আওয়ামী লীগের পর দ্বিতীয় প্রধান দল।

অবশ্য বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাপার প্রার্থীদের বড় অংশের জামানত হারানো নতুন কিছু নয়। নবম থেকে একাদশ এই তিনটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা ছিল না, এমন আসনগুলোতে জাপার প্রার্থীদের ৮৬ শতাংশই জামানত হারান।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোট গ্রহণ হয়। একটি আসনের ফলাফল স্থগিত রয়েছে। বাকি ২৯৮টি আসনের মধ্যে জাপার প্রার্থী ছিল ২৬৩ আসনে। এর মধ্যে ২৬টি আসনে আওয়ামী লীগের সঙ্গে তাদের সমঝোতা হয়েছিল। সেসব আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলেন না। এই ২৬টির মধ্যে জাপা জিতেছে ১১টি আসনে। সমঝোতার বাইরে কোনো আসনে তারা জয় পায়নি।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, জাপার ২৬৩ প্রার্থীর মধ্যে ২৩৬ জনই জামানত হারিয়েছেন। অর্থাৎ লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ৯০ শতাংশ প্রার্থী জামানত রক্ষা করার মতো ভোট পাননি। এর মধ্যে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সাতটি আসনেও জামানত হারিয়েছেন জাপার প্রার্থীরা। আসনগুলো হলো নীলফামারী-৩, রংপুর-১, বগুড়া-৩, পিরোজপুর-৩, ঢাকা-১৮, ব্রাহ্মণবাড়িয়া-২ ও চট্টগ্রাম-৮। এসব আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জাপার প্রার্থীরা।

জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনে প্রার্থী হওয়ার সময় ২০ হাজার টাকা জামানত দিতে হয়। কোনো প্রার্থী প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের কম ভোট পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়।

বিশ্লেষণে দেখা যায়, জাপার যে ১১ জন জয়ী হয়েছেন, তাঁদের বাইরে মাত্র ১৬ জন জামানত রক্ষার মতো ভোট পেয়েছেন। দলটির প্রার্থীদের ১৯৫ জন পাঁচ হাজারের কম ভোট পেয়েছেন। এর মধ্যে ৮৮ জনের ভোট এক হাজারের কম। তবে দলটির তিনজন প্রার্থী লক্ষাধিক ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সারা দেশে জাপার সব প্রার্থী মিলে পেয়েছেন ২১ লাখ ৬৮ হাজার ২২১ ভোট। যা মোট প্রদত্ত ভোটের ৪ দশমিক ৩৩ শতাংশ।

জাপার প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম ১২৪ ভোট পেয়েছেন সিলেট-৫ আসনে শাব্বীর আহমদ। চট্টগ্রাম-৩ আসনে এম এ ছালাম পেয়েছেন ১৩৫ ভোট, চট্টগ্রাম-১৪ আসনে আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ ১৬২ ভোট ও নরসিংদী-৩ আসনে এস এম জাহাঙ্গীর পাঠান পেয়েছেন ১৮৯ ভোট।

দলের ৯০ শতাংশ প্রার্থীর জামানত হারানোর কারণ জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক দাবি করেন, জাপার দুই শতাধিক প্রার্থী ভোটের আগেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের অর্থ ও পেশিশক্তি এবং তাঁদের পক্ষে প্রশাসনিক সহায়তা থাকায় জাতীয় পার্টির প্রার্থীরা টিকতে পারেননি। এ কারণেই ভোটের এমন ফল হয়েছে।

অবশ্য সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, জাপার প্রার্থীদের মধ্যে মোট ১৯ জন ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন।

এর আগে নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনেও জাপার প্রার্থীদের বড় অংশকে জামানত হারাতে দেখা গেছে। ওই তিনটি নির্বাচনে যেসব আসনে জাপা জয় পেয়েছিল তার প্রায় সব কটিতেই আওয়ামী লীগের প্রার্থী ছিল না। এর বাইরে যে আসনগুলোতে জাপার প্রার্থী ছিলেন, তাঁদের বেশির ভাগই জামানত হারিয়েছিলেন।

২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক হয়ে অংশ নেয় জাপা। এরপর ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে সরাসরি নির্বাচনি জোট না হলেও আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল দলটির। নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৭৮টি আসনে প্রার্থী দিয়েছিল জাপা। এর মধ্যে ১৪৫টি আসনে তাদের প্রার্থীরা জামানত হারিয়েছিলেন।

একাদশ সংসদ নির্বাচনে ৩৭টি আসনে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির সমঝোতা হয়েছিল। ওই নির্বাচনে ২২টি আসনে জয় পায় জাপা, এই আসনগুলোতে আওয়ামী লীগের প্রার্থী ছিল না।

অবশ্য একাদশ সংসদ নির্বাচনে বিএনপিরও ১৬১ প্রার্থী জামানত হারিয়েছিলেন। ওই নির্বাচনে ভোটের আগের রাতে বিভিন্ন জায়গায় ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়েছিল বলে অভিযোগ করে আসছে বিএনপি।

এর আগে বিএনপিবিহীন ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে ১৫৩টি আসনে প্রার্থীরা জয়ী হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বিএনপিবিহীন ওই নির্বাচনেও আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে জাপা। তখন দলটি প্রার্থী দিয়েছিল ৮৬ আসনে। ইসির হিসাবে ওই নির্বাচনে ৪১টি আসনে জাপার প্রার্থীরা জামানত হারান, জয়ী হন ৩৪ জন। এর মধ্যে ২০টি আসনে জাপা জয় পেয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বাকি ১৪টি আসনের মধ্যে ১৩টিতে আওয়ামী লীগের কোনো প্রার্থী ছিল না।

২০০৮ সালের দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিল জাপা। তখন কিছু আসনে জোটগত প্রার্থী ছিল, আর কিছু আসন ছিল উন্মুক্ত। সে নির্বাচনে দলটি প্রার্থী দিয়েছিল ৪৯ আসনে। এর মধ্যে ১৩টি আসনে দলটি জামানত রক্ষা করার মতো ভোট পায়নি।

এরপর তিনটি জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির ভোট ক্রমাগত কমেছে। দলটি এবার ১১টি আসনে জিতেছে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে। আওয়ামী লীগ এই ছাড় না দিলে এই ১১ আসনে জেতাটাও জাতীয় পার্টির জন্য কঠিন হতো বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩