1. info@provatferri.com : admin :
  2. provatferri.bd@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন

ভারত মহাসাগরে ট্যাংকারে ইরান হামলা চালিয়েছে, দাবি যুক্তরাষ্ট্রের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

ইরান থেকে ছোড়া একটি ড্রোন গতকাল শনিবার ভোরে ভারত মহাসাগরে একটি রাসায়নিকবাহী ট্যাংকারে হামলা করেছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ এমন দাবি করেছে। খবর রয়টার্সের।

মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ট্যাংকারটির নাম চেম প্লুটো। মোটরচালিত যানটি লাইবেরিয়ার পতাকাবাহী। এটি জাপানের মালিকানাধীন হলেও নেদারল্যান্ডসভিত্তিক একটি কোম্পানি পরিচালনা করে থাকে। শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ইরান থেকে ছোড়া একটি একমুখী ড্রোন এতে হামলা করেছে। তবে এই হামলার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্যাংকারে লাগা আগুনও নেভানো হয়েছে।

ইসরায়েল ও হামাসের যুদ্ধের জেরে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় লোহিত সাগরে উত্তেজনা বিরাজ করছে। হুথিদের হামলার ভয়ে অনেক জাহাজ কোম্পানি হয় লোহিত সাগর এড়িয়ে ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে নতুবা চুক্তিই বাতিল করে দিচ্ছে। এবার ভারত মহাসাগরে এই হামলার ঘটনা জাহাজ চলাচলে নিরাপত্তার ঝুঁকি আরও বাড়াল।

শনিবারের হামলা নিয়ে ২০২১ সালের পর বাণিজ্যিক জাহাজে সপ্তমবারে মতো ইরানি হামলার ঘটনা ঘটল বলে জানিয়েছে পেন্টাগন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি জাতিসংঘে নিযুক্ত ইরানি প্রতিনিধি দলের একজন মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩