শেরপুরের নকলায় গোরস্থানের রাস্তায় হেলে পড়া সাজনা গাছের ডাল ভাঙা নিয়ে তর্কাতর্কির জেরে রাজু আহম্মেদ (৩৫) নামে এক যুবককে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় নকলা উপজেলা সদরে এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় বেলায়েত হোসেনসহ নিহতের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। বক্তারা হত্যার ঘটনায় জড়িত ইউপি সদস্য মো. বাবুল, আবু বাক্কার মুন্সীসহ অন্যান্য আসামিদের ফাঁসির দাবি জানান।
পরে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর নকলা উপজেলার পাইস্কা এলাকার গোরস্থানে মরদেহ দাফন শেষে বাড়ি ফেরার পথে সাজনা গাছের একটি ডাল ভাঙা নিয়ে একই গ্রামের দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাজু মিয়াসহ আহত হন অন্তত ১০ জন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজু মিয়া। এ ঘটনায় দায়ের করা মামলায় আবু বাক্কার মুন্সী নামে একজন গ্রেপ্তার হলেও প্রধান আসামি বাবুল মিয়াসহ বাকি আসামিরা পলাতক রয়েছেন।
সট : সাদিয়া উম্মুল বানিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নকলা, শেরপুর।