মহান বিজয় দিবসের ৫৩ বছর পূর্তি উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরের বিজয় একাত্তর চত্বর থেকে নেত্রকোণার দুর্গাপুরের বিজয়পুর বিজিবি ক্যাম্প পর্যন্ত ৫৩ কিলোমিটার পদযাত্রার আয়োজন করা হয়েছে।
পদযাত্রার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’। পদযাত্রায় অংশ নিয়েছে সংগঠনটির আট স্বেচ্ছাসেবক।
বুধবার ভোরে গৌরীপুর পৌর শহরের বিজয় একাত্তর থেকে পদযাত্রার উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম।
ওইদিন ভোর ছয়টায় বিজয় একাত্তর চত্বর থেকে যাত্রা দুর্গাপুর বিজয়পুর বিজিবি ক্যাম্পের উদ্দেশে যাত্রা শুরু করে ওই আট স্বেচ্ছাসেবক। তাদের সঙ্গে রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনের একটি প্রতিনিধি দল।
পদযাত্রায় অংশ নেয়া আট স্বেচ্ছাসেবক হলেন- সাইদুর রহমান লিটু, আরিফ আহমেদ, সাইফুল ইসলাম, আমজাদ হোসেন, নন্দ গোপাল পাল, এনায়েত হোসেন শামীম, মুর্শেদুল হক, রেজাউল করিম।
দীর্ঘ ৫৩ কিলোমিটার পদযাত্রায় নির্ধারিত কয়েকটি স্থানে যাত্রীবিরতি করবে তারা।
এসো গৌরীপুর গড়ি’র প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি বলেন, মহান বিজয় দিবসের ৫৩ বছর উপলক্ষে ৫৩ কিলোমিটার পদযাত্রার আয়োজন করেছি। পদযাত্রার মধ্য দিয়েই নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক দেশ গড়ার বার্তা ছড়িয়ে দিতে চাই।