ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং এর আয় বাড়লেও স্ত্রীর বাড়েনি কিছুই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেয়া হলফনামায় দেখা যায়. কৃষিখাতে আয় ৬ হাজার ৯১২ টাকা, ব্যবসা (কয়লা) ৬ লাখ ২৮ হাজার ৯০০ টাকা, সংসদ সদস্য হিসেবে সম্মানী ৬ লাখ ৬০ হাজার ও বিশেষ ভাতা ১৬ লাখ ৩৮ হাজার ২৫০ টাকা, নগদ টাকা ৩৯ লাখ, টয়োটা ল্যান্ড ক্রোজার গাড়ি, যার মূল্য ১ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৮৬৩ টাকা। ইলেক্ট্রনিক সামগ্রী ৪ লাখ ৫০ হাজার, আসবাবপত্র আড়াই লাখ। কৃষিজমি প্রায় ৩৭ শতাংশ, যার মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা।
যা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেয়া হলফনামা অনুসারে ছিল, কৃষিখাতে আয় পাঁচ হাজার ৭১৬ টাকা, ব্যবসায় আয় ৪ লাখ ৭ হাজার, বিশেষ ভাতাসহ সংসদ সদস্য হিসেবে সম্মানী ২২ লাখ ৯৭ হাজার ৬৫০, নগদ টাকা নিজের ২ লাখ ও স্ত্রীর ২০ হাজার
ব্যাংকে জমা ৭ লাখ ও স্ত্রীর আড়াই লাখ।, উত্তরাধিকার সূত্রে পুরাতন জীপ গাড়ি, যার মূল্য ৫৪ লাখ ১৫ হাজার ৩১৮ টাকা।
স্বর্ণালঙ্কার নিজের ৪০ হাজার টাকার ও স্ত্রীর আড়াই লাখ টাকার, ইলেক্ট্রনিক সামগ্রী ৪ লাখ ৫০ হাজার, আসবাবপত্র আড়াই লাখ। কৃষিজমি প্রায় ৩৭ শতাংশ, যার মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা ও স্ত্রীর নামে এক একর ৪ লাখ টাকা।