“জাতিসংঘ দুর্নীতিবিরোধী সনদের দ্বি-দশক, দুর্নীতির বিরুদ্ধে বৈশি^ক ঐক্য” এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে ৯ই ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে।
শনিবার সকালে দিবসটি উপলক্ষ্যে শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধন ও দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর কর্মসুচির আয়োজন করে সচেতন নাগরিক কমিটি-সনাক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
জামালপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জামালপুর আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আলী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শামীমা খান, ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতিমিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আশরাফুজ্জামান স্বাধীন, কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ জামালপুর শাখার সাধারণ সম্পাদক সাজজাদ হুসেন, সাংবাদিক আসমাউল আসিফসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, দুর্নীতির মাধ্যমে যারা বাংলাদেশের অর্থ-সম্পদ বিদেশে পাচার করে তাদের বিরুদ্ধে সরকারকে কঠোরভাবে আইনগত পদক্ষেপ নিতে হবে। এছাড়াও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান বক্তারা। মানববন্ধন শেষে দুর্নীতিবিরোধী গণশপথ ও গণস্বাক্ষর কর্মসুচি পালিত হয়।