শনিবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার তাতীহাটি ইউনিয়নের উত্তর ষাইটকাঁকড়া গ্রামের কেরানীবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন শ্রীবরদী উপজেলার রানীশিমুল সিংগারভিটা গ্রামের আতাউর রহমানের ছেলে মো. লাভলু মিয়া (১৮) ও ঝিনাইগাতী উপজেলার কারাগাঁও বটতলার মো. নুরুজ্জামানের ছেলে মো. মেহেদী হাসান (১৮)। আর আহত আবু হানিফ আবির (১২) শ্রীবরদী উপজেলার জানকিখিলা গ্রামের লাভলু মিয়ার ছেলে। নিহত দুজনই চলতি বছর এইচএসসি পরীক্ষায় পাশ করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে লাভলু, মেহেদী ও আবির একই মোটরসাইকেলযোগে শ্রীবরদী বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার উত্তর ষাইটকাঁকড়া গ্রামের কেরানীবাড়ি মোড়ে পৌঁছে মোড় ঘুরার সময় দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি তালগাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই লাভলু ও মেহেদী নিহত হয়। একইসাথে আহত হয় আবু হানিফ আবির। পরে স্থানীয় আহত আবিরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে।