সারাবিশ্ব যে নির্বাচনের দিকে তাকিয়ে, সে নির্বাচনে অংশগ্রহণে বিএনপিকে আরও প্রজ্ঞাবান হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন দলটির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শওকত মাহমুদ বলেন, বিএনপির যে নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে মুক্তি দিয়ে মানুষের মত প্রকাশের সুযোগ দেওয়া উচিত ছিল সরকারের। যে নির্বাচনের দিকে সারাবিশ্ব তাকিয়ে রয়েছে সে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বিএনপিকে আরও প্রজ্ঞাবান হওয়া উচিত ছিল।
তিনি বলেন, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) এলাকায় স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তাই এই জনপদের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি স্বতন্ত্র নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করেছি।