বিসিবির সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন দায়িত্বে আছেন তৃতীয় মেয়াদে। ১১ বছরের কিছুটা বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক হিসেবে রয়েছেন। তবে এবার ইতি টানার ইঙ্গিত দিলেন তিনি।
সোমবার (২৭ নভেম্বর) নাজমুল হাসান পাপনের গুলশানের বাসভবনে যান তামিম ইকবাল। বৈঠক শেষে তামিম বের হলে গণমাধ্যমের সামনে কথা বলেন পাপন।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এই টার্ম তো আর বেশিদিন নাই। আমি আর বেশিদিন নাই। আমার প্ল্যান হচ্ছে, আর একটা বছর আছে, এবং এর মধ্যে যাওয়ার আগে অবশ্যই টিমকে ঠিক করে যাব। সেটা ঠিক হবে কিনা আমি জানি না। আমি যেটা মনে করি, এটা করা দরকার, সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও নিব।’
নিজের শেষ সময়ে খানিক কঠোর হবেন, সেই আভাসও দিয়ে রেখেছেন পাপন। বিসিবি সভাপতি বলেন, ‘একেকজন একেকটা কথা বলবে। সেটা শুনে একটা ডিসিশন নিব এসবের মধ্যে আমি নাই।
এদিন গণমাধ্যমে তামিম ইকবালের ফিরে আসার ব্যাপারেও কথা বলেন পাপন। বোর্ড সভাপতি বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তার আগে সে ফিরবে না।’